নতুন বছরে নতুন নিয়ম! ১ লা জানুয়ারি থেকে এক ডজন নিয়মে আসছে পরিবর্তন

New Year 2024 : ১লা জানুয়ারি ২০২৪, একটি নতুন বছরের (New Year 2024) সূচনা হল আজ থেকে। প্রত্যেক বছরের মত এই বছরেও একাধিক আর্থিক বিষয়ে আসছে পরিবর্তন। যার প্রভাব সরাসরি পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। ২০২৪ সালেই আবার রয়েছে লোকসভা ভোট। কাজেই আধার, সিম কার্ড থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের দাম, জি এস টি সহ একাধিক বিষয়ে লাগু হবে নতুন নিয়ম (New Rules)। জানুন বিস্তারিত।

১ লা জানুয়ারি থেকে বদলে যাচ্ছে যে নিয়মগুলো

UPI এর নিষ্ক্রিয়তা : ১লা জানুয়ারি থেকে একাধিক UPI আইডি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ব্যাঙ্ক, পেটিএম, ফোন পে, গুগল পে এর মত যে সংস্থাগুলো অফলাইন এবং অনলাইনে টাকার লেনদেন করে, সেখানে গত এক বছর ধরে যে ইউপিআই অ্যাকাউন্টগুলোতে লেনদেন হয়নি সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

সিম কার্ডের নিয়মের পরিবর্তন : ১ লা জানুয়ারি থেকে মোবাইলের জন্য সিম কার্ড পেতে হলে মানতে হবে নতুন নিয়ম। টেলিকমিউনিকেশন বিভাগ কাগজভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। তাই এবার থেকে মোবাইল সিম কার্ড পেতে হলে ডিজিটাল KYC করতে হবে।

ITR ফাইলিং : ১ লা জানুয়ারি থেকে ITR করতে হলে আপনাকে জরিমানা দিতে হবে। কারণ ITR রিটার্ন ফাইল করার শেষ দিন ছিল ৩১ শে ডিসেম্বর। যারা এই দিনের পর রিটার্ন ফাইল করতে চাইছেন তাদের জরিমানা দিতে হবে।

ডিম্যাট অ্যাকাউন্টের নমিনি : মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে বা ট্রেড করতে গেলে এবার থেকে একজন নমিনিকে রাখতেই হবে। SEBI নমিনি যোগ করার সময়সীমা ৩১শে ডিসেম্বর ২০২৩ থেকে ৩০ শে জুন ২০২৪ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।

পার্সেল পাঠানোর জন্য দিতে হবে অতিরিক্ত টাকা : নতুন বছরে পার্সেল পাঠাতে গেলে অতিরিক্ত টাকা গুনতে হবে। বিদেশি লজিস্টিক ব্র্যান্ড ব্লু ডার্ট পার্সেল পাঠানোর ক্ষেত্রে টাকার হার ৭ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

গ্যাস সিলিন্ডারের দাম : সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। নির্বাচনের কথা মাথায় রেখে গ্যাস সিলিন্ডারের দামের কিছু পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষ। প্রত্যেক মাসের প্রথম তারিখে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় নতুনভাবে। কাজেই ১লা জানুয়ারিতেও গ্যাসের দামে বড় ঘোষণা হতে পারে।

বাড়তে চলেছে গাড়ির দাম : ২০২৪ সালে বেশ কিছু বড় বড় কোম্পানি গাড়ির দাম বাড়াতে চলেছে। তাই যারা এই বছর নতুন গাড়ি কেনার সন্ধানে রয়েছেন তাদের পকেটে পড়বে টান। দেশের অনেক বড় বড় কোম্পানি এবং বিলাসবহুল গাড়ি কোম্পানির মালিকেরা যৌথভাবে গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

পাসপোর্ট এবং ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম : ২০২৪ সাল থেকে শিক্ষার্থীদের পাসপোর্ট এবং ভিসার আবেদনের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হয়েছে। যারা বিদেশে পড়াশোনা করছেন তারা যদি চাকরির জন্য ওয়ার্ক ভিসা নিতে চান তাহলে পড়াশোনা শেষ হওয়ার আগেই তাদের আবেদন করতে হবে। কোর্স শেষ না হওয়া পর্যন্ত ওয়ার্ক ভিসায় বিদেশে থাকতে পারবেন না কোনও ভারতীয় ছাত্র।

ব্যাঙ্ক লকার চুক্তি : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সব ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করার শেষ দিন ছিল ৩১শে ডিসেম্বর ২০২৩।

আরও পড়ুন : ১০০ টাকায় অ্যাকাউন্ট খুললেই মিলবে ২৪ লক্ষ টাকা! দুর্দান্ত স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস

ব্যাঙ্ক হলি ডে : জানুয়ারি মাসে প্রায় অর্ধেক দিনই ব্যাঙ্কের রয়েছে ছুটি। এই বছর জানুয়ারিতে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। নববর্ষ, বিবেকানন্দের জন্মদিন, মকর সংক্রান্তি, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, নেতাজি জন্ম জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস এবং অন্যান্য উৎসব উপলক্ষে বিভিন্ন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

PPF -এ বাড়বে সুদ : ২০২০ সালের মার্চ মাসের পর থেকে পিপিএফে সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার সুদের হার বাড়াতে পারে বলে অনুমান করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : আধার কার্ডের দিন শেষ, নতুন APAAR ID চালু করলো কেন্দ্রীয় সরকার, জানুন বিস্তারিত

আধার কার্ড আপডেট : এবার থেকে যদি অনলাইনে আধার কার্ড আপডেট করতে চান তাহলে আপনাকে ৫০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে। অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর। তা পেরিয়ে যাওয়াতে এবার থেকে যে কোনও পরিবর্তনের জন্য ফি দিতে হবে।