যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে এবার হাই স্পিড করিডোর (High Speed Corridor) নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। ১০,২৪৭ কোটি টাকা খরচ করে বানানো হবে এই স্পেশাল করিডোর। যার সুবিধা পাবে বাংলাও। বাংলার ৬ টি জেলার উপর দিয়ে যাবে এই করিডোর। কোন কোন জেলা রয়েছে এই তালিকায়? দেখে নিন এক নজরে।
খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ২৩১ কিলোমিটারের ৪ লেনের হাই স্পিড করিডোর তৈরি হতে চলেছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এই পদক্ষেপ।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে ইউটিউব ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে খড়গপুর থেকে ইকনোমিক করিডোর তৈরি হবে। ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ কাজটি সম্পন্ন হবে। ১২ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে শিলিগুড়ির সঙ্গে মোড়গ্রাম জুড়ে গিয়েছে। এবার বাংলার আরও ছয় জেলা ইকোনমিক করিডোরের আওতায় আসবে।
আরও পড়ুন : জলের দরে গ্যাস দেবে রাজ্য সরকার! নবান্নের বৈঠকে হল নতুন সিদ্ধান্ত
আরও পড়ুন : ভারতীয় রেলে কত ধরনের ওয়েটিং লিস্ট হয়? কোনটায় কী কী সুবিধা
যে ৬ টি জেলা এই ইকোনমিক করিডোরের ফলে উপকৃত হবে সেগুলো হল, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই হাইস্পিড করিডোর মুর্শিদাবাদে থাকা ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে জুড়ে যাবে। এর ফলে খড়গপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছানো আরো সহজ হবে।