পাসওয়ার্ড দেওয়ার সময় ভুলেও এই ৩টি ভুল করবেন না!

Riya Chatterjee

Published on:

3 Mistakes You Should Avoid During Setting Your Password

বর্তমানে ডিজিটাল মাধ্যমেই কার্যত সমস্ত অফিসিয়াল কাজকর্ম হয়। কাজেই ডিজিটাল মাধ্যমে যে সমস্ত অ্যাকাউন্ট খুলছেন তাতে সব সময় নিরাপত্তার দিক আগে সুনিশ্চিত করা উচিত। প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড হতে হবে স্ট্রং এবং তা যেন অন্য কেউ সহজে অনুমান না করতে পারে। সম্প্রতি এই প্রসঙ্গে সাইবার নিরাপত্তা বিভাগের তরফ থেকে একটি বিশেষ নির্দেশিকা এল।

কেন্দ্রীয় সরকারের সাইবার দোস্ত নামের টুইটার অ্যাকাউন্ট থেকে জনসচেতনতার স্বার্থে একটি বিশেষ পোস্ট করা হয়েছে। তাতে ডিজিটাল মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে পাসওয়ার্ড কেমন হওয়া উচিত সেই সম্পর্কে সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। পাসওয়ার্ডে কী কী ব্যবহার করবেন না সেটাও বলা আছে।

আরও পড়ুন : ইমেল আইডি নিয়ে ভুলেও করবেন না এই কাজ, নিমেষে ফাঁকা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

পাসওয়ার্ডে কী কী ব্যবহার করবেন না?

সাইবার দোস্তের ওই পোস্টটিতে বলা হয়েছে পাসওয়ার্ডে কখনও নিজের জন্মের তারিখ, নাম, আইডি প্রুফ সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য, ঠিকানা কিংবা মোবাইল নম্বর দেবেন না। পাসওয়ার্ড ভুলে গেলে ‘রিকভারি আনসার’ এর জন্য কখনও এমন প্রশ্ন রাখবেন না যা সহজেই যে কেউ অনুমান করে নেয়।

আরও পড়ুন : ATM থেকে টাকা তোলার সময় এই কাজ করলেই খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কেমন পাসওয়ার্ড ব্যবহার করবেন?

যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তাতে যেন অন্ততপক্ষে ৮ টা অক্ষর থাকে। এতে যেন @, &, %, # বিশেষ চিহ্নগুলির মধ্যে যেকোনও একটি বা দুটি বা যত খুশি চিহ্ন থাকে। ছোট ও বড় অক্ষরের বর্ণমালা ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড এমন দিতে হবে যাতে হ্যাকাররা কোনওমতেই আপনার অফিসিয়াল তথ্য থেকে অনুমান না করতে পারে।