Investment Plan : যেভাবে দিনের পর দিন খরচ বেড়ে চলেছে, তাতে শুধু উপার্জন করলেই চলে না, উপার্জনের পাশাপাশি সঞ্চয়টাও ভীষণ প্রয়োজন। তবে ঠিক কোথায় বিনিয়োগ করলে উপকার পাওয়া যায় এ কথা অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে তেমনি ৪টি স্কিম সম্পর্কে আপনারা জানবেন যেখানে ৫০০ টাকা বিনিয়োগ করেও আপনি হতে পারেন লাখপতি।
অনেকেই মনে করেন কম উপার্জনে বিনিয়োগ করা সম্ভব হয় না। কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। আপনি মাত্র ৫০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের পরিমাণ পরবর্তীকালে বাড়িয়ে ফেলতে পারবেন আয়ের সাথে সাথে। আজ ৪ টি এমনই স্কিমের কথা এই প্রতিবেদনে জানানো হবে আপনাকে।
৫০০ টাকা বিনিয়োগেও লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে এই ৪ স্কিম
SIP -তে ৫০০ টাকা করে মাসে জমালে কত রিটার্ন মেলে?
১) SIP : এটি যেহেতু মার্কেট লিংক নয়, তাই এখানে বিনিয়োগ করার ক্ষেত্রে অল্প রিস্ক থেকে যায়। আপনি যদি রিস্ক নিতে ইচ্ছুক হন সে ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ করতে পারবেন এসআইপিতে। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি পাবেন ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন। পরবর্তীকালে বিনিয়োগের অর্থ বাড়ালে রিটার্নের অর্থও বেড়ে যায়। যেমন ধরুন আপনি ৫০০ টাকা যদি ১৫ বছরের জন্য রাখেন, তাহলে ১২ শতাংশ হিসেবে আপনি পাবেন ২ লক্ষ ৫২ হাজার ৫৮৮ টাকা। ২০ বছরের জন্য রাখলেই পাবেন ৪ লক্ষ ৯৯ হাজার ৫৭৪ টাকা।
PPF-তে ৫০০ টাকা করে মাসে জমালে কত রিটার্ন মেলে?
২) PPF : আপনি যদি কোনও রকম রিস্ক নিতে না চান তাহলে আপনার জন্য PPF একেবারে সঠিক অপশন। বর্তমানে এই স্কিমে ৭.১% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। আপনি ৫০০ টাকা করে যদি জমা রাখেন তাহলে ১৫ বছর পর পেয়ে যাবেন ১ লক্ষ ৬২ হাজার ৭২৮ টাকা। ২০ বছর পর রিটার্ন পাবেন ২ লক্ষ ৬৬ হাজার ৩৩২ টাকা।
আরও পড়ুন : Fixed Deposit -এ সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে এই ২০টি ব্যাঙ্ক, দেখুন তালিকা
SSY-তে ৫০০ টাকা করে মাসে জমালে কত রিটার্ন মেলে?
৩) SSY : আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন আপনি। বছরে কমপক্ষে ২৫০ টাকা বিনিয়োগ করতে পারেন আপনি। এই স্কিমে আপনি পাবেন ৮.২% সুদ। আপনি যদি প্রত্যেক মাসে ৫০০ টাকা করে জমা করেন তাহলে ১৫ বছর পর আপনার বিনিয়োগের জমা রাশি হবে ৯০০০০ টাকা। ১৫ থেকে ২১ বছর পর্যন্ত যদি কোনও বিনিয়োগ না করেন সে ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টে সুদ জমা হতে থাকবে। ম্যাচুরিটির সময় আপনি পাবেন ২ লক্ষ ৭৭ হাজার ১০৩ টাকা।
আরও পড়ুন : মাসে আয় ৩০,০০০ টাকা? এইভাবে টাকা জমালে কয়েক বছরেই হয়ে যাবেন কোটিপতি
RD-তে ৫০০ টাকা করে মাসে জমালে কত রিটার্ন মেলে?
৪) RD (পোস্ট অফিস) : বিনিয়োগের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভরসা যোগ্য অপশন হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট। এই রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে আপনি পাবেন ৬.৭% সুদ। মাত্র ১০০ টাকা থেকেই বিনিয়োগ করতে পারবেন আপনি। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা থাকে না।