নামমাত্র পুঁজিতে এখনই শুরু করুন এই ব্যবসা, ২০২৪ -এ পাবেন কাঁড়ি কাঁড়ি টাকা

Buisness Ideas : যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই বাড়িতে কমবেশি সবার উচিত কিছু না কিছু রোজকার করা। তার জন্য ছোট খাটো ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। তবে ব্যাবসার বিনিয়োগ নিয়ে চিন্তা করবেন না। কম পুঁজিতেই লাভবান হবেন এমন কিছু ব্যবসার উপায় আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে। চলুন জেনে নিন কম পুঁজিতে কোন কোন ব্যাবসা করলে প্রচুর লাভবান হবেন।

ঘরোয়া খাবারের হোম ডেলিভারি (Food Home Delivery) : ভারতের বাজারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাড়িতে তৈরি করা খাবারের অনলাইন হোম ডেলিভারি কনসেপ্ট। খুব কম পুঁজিতে এই ব্যাবসা শুরু করা সম্ভব। আর এর চাহিদাও এখন ব্যাপক। কারণ পড়াশোনা , চাকরির জন্য অনেককেই বাড়ি থেকে দূরে থাকতে হয়। তাই দুপুর ও রাতের খাবারের জন্য অনেকেই এই হোম ডেলিভারির উপর ভরসা রাখে। তাই আপনিও বেশি না ভেবে শুরু করে ফেলুন এই ব্যবসা।

ট্যুর গাইড (Tour Guide) : বেড়াতে যেতে ভালবাসেন বেশিরভাগ মানুষই। আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। যার জন্য তারা অনেক সময়েই নির্ভর করে ট্যুর গাইডের ওপর। ফ্লাইট, ট্রেনের টিকিট বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সম্পূর্ণ ট্যুরটি প্ল্যান করা পুরোটার দায়িত্ব আপনার। অফিস, স্কুল বা কলেজের ট্যুর করাতে পারলে নিয়মিত ব্যবসা পাওয়া সম্ভব। এটি কম খরচে লাভের ব্যবসা।

কাস্টমাইজ গয়না (Custom Jewellery Design) : নতুন ধরণের গয়না তৈরি করুন, অভিনবত্ব আনুন গয়নার ডিজাইন, স্টাইল আর উপকরণে। অনলাইনে ব্যবসা করুন। ৫ হাজার টাকায় এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরণের গয়না তৈরির উপকরণ সহজেই পাওয়া যায় এবং সস্তায়। কলকাতার বিভিন্ন হোলসেল বাজারে মিলবে এগুলি। পছন্দ মতো উপকরণ সংগ্রহ করে বাড়িতে বসে সহজেই বানিয়ে ফেলুন গয়না।

আরও পড়ুন : নামমাত্র পুঁজিতে এখনই শুরু করুন এই ব্যবসা, ২০২৪ -এ পাবেন কাঁড়ি কাঁড়ি টাকা

নাচ, গান বা আকার প্রশিক্ষণ কেন্দ্র (Fine Arts Training School) : আপনার যদি এর মধ্যে কোনও একটি বিশেষ জ্ঞান থাকলে সেই জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রায় বিনিয়োগ ছাড়াই আয় করতে পারবেন। আপনার বাড়িতেই এই স্কুল খুলতে পারেন, বা ভাড়া করতে পারেন কোনও ঘর। ছাত্রছাত্রীদের বাড়ি গিয়েও শেখাতে পারেন গান, নাচ বা আঁকা। এই ব্যবসার প্রচার মূলতঃ হয় লোকমুখে। তাই আপনি যদি ছাত্রছাত্রীদের খুশি করতে পারেন তাহলে তাদের থেকে শুনেই নতুন ছাত্রছাত্রী আসবে।

আরও পড়ুন : ১০ হাজার টাকা করে জমিয়ে পাবেন ৫ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের সেরা এই প্রকল্প সম্পর্কে জেনে নিন

ফেসবুক বা ইউটিউব চ্যানেল (Facebook Youtube Channel) : ঘরে বসেই আয় করার আরও একটি সহজ উপায় ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল। শিক্ষামূলক থেকে রান্না শেখানো, লাইফ হ্যাকস্ থেকে বেড়ানো, বিষয় হতে পারে যে কোনও। চ্যানেলের ফলোয়ার বাড়াতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। স্মার্টফোনে ভিডিও তুলেও আপলোড করতে পারেন চ্যানেলে। তবে শব্দ ও ছবির গুণমান ভাল হওয়া জরুরি। ভিডিওর যথেষ্ট ভিউজ হলে বিজ্ঞাপন বাবদ টাকা পাবেন।