টাকা-পয়সায় উথলে পড়বে সংসার! পুজোর ঘরে অবশ্যই রাখুন এই সমস্ত জিনিস

Vastu Shastra : টাকা (Money) -র লোভ বড় লোভ। যে যত ধনী তাঁর ততই টাকার প্রয়োজন হয়। ধনীত্বের স্বাদ পেতে অনেকে মরিয়া হয়ে অনেক বাজে পথেও চলে যায়। যদিও ব্যতিক্রম। পরিশ্রম করে ধনী হওয়ার স্বাদই আলাদা। অনেক হিন্দু শাস্ত্রমতে বাস্তুর মধ্যেই ধনী হওয়ার বীজ লুকিয়ে থাকে। তবে বাস্তু (Vastu) বিশেষজ্ঞের মতে, অনেক টাকার মালিক হতে চাইলে গৃহের ঠাকুর ঘরের মধ্যে এই সমস্ত জিনিস রাখলে ধনীতম হয়ে উঠতে বেশি সময় লাগে না-

ঘন্টা – পূজোর জন্য ঘন্টা মাস্ট। নারায়ন পূজো বা হিন্দু দেব-দেবীর পূজোয় ঘন্টা না বাজালে পূজো অসম্পূর্ণ থাকে। তবে অনেকের ঠাকুর ঘরে ঘন্টা থাকে না বা রাখেন না। তবে গুড লাককে সঙ্গী করতে ঠাকুর  ঘরে ঘন্টা রাখবেন। আর প্রতিদিন নিয়ম করে বাজাবেন।

VASTU

ঘটিতে  আমপাতা, নারকেল – আমপাতা, নারকেল ঘটির মধ্যে রেখে যে  কোনও দেব দেবীকে আগমন জানানো হয়। ঘটের ওপরে স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সিঁদুর দিয়ে। তাই ঘরের কোনে বা ঠাকুর ঘরের কোনে ঘটির মধ্যে আমপাতা ও নারকেল রাখুন। তরপর উপকার দেখুন। সফলতায় ভরে উঠবে জীবন। আর্থিক সংগতিও বাড়বে। সংসারে শান্তি ও সুখ ফিরবে।

স্বস্তিকা ও ওম চিহ্ন – ওম চিহ্ন অনেকেই সাইকেল বা গাড়ির চাবির রিং-এ রাখেন। স্বস্তিকা চিহ্নকেও ঠাকুর হিসেবে পূজো করা হয়। খারাপ সময় কাটাতে স্বস্তিকা ও ওম চিহ্ন রাখলে অনেক টাকার মালিক হতে পারবেন।

SHANKHA

শঙ্খ – হিন্দু ঘরে সকাল সন্ধ্যে বেলা শঙ্খ ধ্বনি না বাজলে ঠাকুর আরাধনার কাজ ঠিক হয় না। মা লক্ষী বিরুপ হয়ে যান। তাই প্রতিদিন নিয়ম করে যেমন শঙ্খ বাজাতেও হয় তেমনি ঘরে শঙ্খ বাজালে গৃহে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হাত থেকেও বাঁচা যায়।  পরিবারের অন্দরে মায়ের আগমণ ঘটলে কোনও ধরনের অশান্তি বা কলহ মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনাও কমে। ফলে বাকি জীবনটা আনন্দে কেটে যায়।

প্রদীপের তেজ- প্রদীপ জ্বালিয়ে দেব-দেবীদের তুষ্ট করা হয়। নিত্য পূজোর সময়ে প্রত্যেকেই প্রদীপ জ্বালান। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, দীপ জ্বলানোর সময়ে সলতে যেন না পুরে যায়। তাই প্রদীবে সব সময়ে তেল ভর্তি রাখবেন। প্রদীপ রাখার জন্য এই নিয়ম গুলো মেনে চলবেন-

আরও পড়ুন : বেছে বেছে আপনাকেই বেশি কামড়াচ্ছে মশা? জানুন এর পেছনে রয়েছে কোন কারণ?

PRADEEP

আরও পড়ুন : শরীরের কোথায় তিল থাকলে বড়লোক হয়? কোথায় কোথায় তিল থাকা ভাল?

1. পূজো করার সময়ে প্রদীপের মুখ পশ্চিম দিকে রাখবেন

2. এই জিনিসগুলি ভুলেও ঠাকুর ঘরে রাখবেন না-

ক. কোনও মৃত মানুষের ছবি রাখবেন না

খ. চামড়ার জাতীয় জিনিস রাখবেন না।

গ. কোনও অশুভ জিনিস রাখবেন না।

আরও পড়ুন : স্ত্রীর মধ্যে কোন কোন গুণ খোঁজে ছেলেরা? বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আজকের পুরুষদের?