৭৪ না ৭৫? ২০২৪ সালে কত তম প্রজাতন্ত্র দিবস পালন করবে ভারত?

Riya Chatterjee

Published on:

74th Or 75th Republic Day Will Be Celebrated In 2024

Republic Day 2024 : আর দুদিন পরেই সারা ভারতবর্ষ (India) জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। স্বাধীনতা দিবসের ঠিক ৩ দিনের মাথায় সংবিধান প্রণয়ন করা হয়েছিল আর তারপর থেকেই পালিত হয় এই দিন। সারা ভারতবর্ষ জুড়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ঠিকই কিন্তু অনেকেই জানেন না এই বছর ঠিক কত তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে ভারতবর্ষ।

২০২৪ সালে কততম প্রজাতন্ত্র দিবস পালন হবে?

প্রতিবছরই মানুষ গুলিয়ে ফেলে প্রজাতন্ত্র দিবস এবং ভারতের স্বাধীনতা দিবস কততম পালন করা হচ্ছে বা হবে। কেউ কেউ মনে করছেন ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে কেউ কেউ আবার ভাবছেন ৭৫ তম। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন ২০২৪ সালে ঠিক কত তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে ভারতে।

স্বাধীনতার ৩ বছর পর শুরু হয় প্রজাতন্ত্র দিবস পালন

আপনার মনে যদি কোনও সংশয় থাকে তাহলে প্রথমেই বলে দিই, এই বছর ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে ভারতবর্ষে। যারা ৭৪ তম মনে করছেন, তারা ভুল করছেন। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি সংবিধান প্রণয়ন হয়েছিল স্বাধীনতা দিবসের ঠিক ৩ বছর পর। ১৯৫০ সাল থেকেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।

১৯৫১ সালে প্রথম উদযাপন হয় প্রজাতন্ত্র দিবস

সঠিক হিসেব করলে বোঝা যাবে, ১৯৫১ সালের ২৬শে জানুয়ারি ছিল দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের বর্ষপূর্তি। এই হিসেব অনুযায়ী, এই বছর ৭৫ বছরে পা দিতে চলেছে ২৬ শে জানুয়ারি। ৭৪ বছর বর্ষপূর্তি হয়ে ৭৫ বছরে পা দেবে, প্রজাতন্ত্র দিবস। এখনো যদি বুঝতে না পারেন তাহলে একটু সহজ অংকের মাধ্যমে বোঝার চেষ্টা করুন।

আরও পড়ুন : রামের নামে আন্টিলিয়াকে সাজালেন মুকেশ আম্বানি! দেখুন ছবি ও ভিডিও

কত তম প্রজাতন্ত্র দিবস নির্ণয় করার সহজ উপায়

কত তম দিবস সেটি নির্ণয় করার জন্য বর্তমান সাল থেকে প্রথমে যে বছর দিবসটি পালন করা হয়েছিল সেটি বিয়োগ করতে হয়। তার সঙ্গে যোগ করতে হয় ১। এইভাবে যে সংখ্যাটি বের হয় সেটি হল তততম দিবস। এইভাবে যদি হিসেব করেন তাহলে কোনও ক্ষেত্রেই আপনার আর ভুল হবে না।

আরও পড়ুন : ৫০০ বছর আগে কে ভেঙেছিল রাম মন্দির? কী পরিণাম হয়েছিল তার জানেন?

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সঙ্গে ১৯৫০ সাল যদি আপনি বিয়োগ করেন তাহলে দাঁড়াবে ৭৪। ৭৪ এর সঙ্গে ১ যোগ করলে হয় ৭৫। এই সহজ হিসেব করলেই বুঝতে পারবেন এ বছর কততম প্রজাতন্ত্র দিবস পালন করবেন আপনি। এবার যদি কেউ বলে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে এই বছর তাহলে তাকে সহজ অংকের মাধ্যমে বুঝিয়ে দিন সঠিক তথ্য।