Jio, Airtel, VI-র SIM ব্যবহারকারীরা সাবধান! বিপদের মুখে ৭৫ কোটি গ্রাহক, জারি জরুরি এলার্ট

Sim Card : দেশের বেশিরভাগ মানুষ ব্যবহার করেন ভোডাফোন আইডিয়া (Vodafone Idea), এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স জিও (Reliance Jio)। খুব কম মানুষের রয়েছেন যারা বিএসএনএল ব্যবহার করেন। আপনিও যদি এই তিনটি কানেকশনের মধ্যে কোনও একটি ব্যবহার করেন তাহলে আজই সাবধান হয়ে যান। কেন? বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে।

খুব কম দামে বিক্রি হয়ে যাচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য

সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম ক্লাউডসেক একটি রিপোর্টে চমৎপ্রদক তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ভারতের ৭৫ কোটিরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে ডার্ক ওয়েবে। শুধু তাই নয়, খুব কম দামে তা বিক্রিও করা হচ্ছে। নাম, মোবাইল নম্বর, ঠিকানা বা আধার কার্ডের বিবরণ বিক্রি করা হচ্ছে ভীষণ কম দামে।

এই তথ্যটি যে একেবারে সত্যিই তা প্রমাণিত হয়েছে একটি গবেষণায়। জানা গেছে, ডার্ক ওয়েবে যে কন্টাক্ট নম্বর এবং আধার তথ্য পাওয়া গেছে তা সম্পূর্ণ বৈধ। ৭৫০ কোটিরও বেশি ব্যবহারকারী ডিটেলস যে কেউ কিনে নিতে পারবেন মাত্র আড়াই লাখ টাকার বিনিময়ে।

বিপদে রয়েছেন ভারতের জনসংখ্যার ৮৫% মানুষ

এই ফাঁস হওয়া তথ্যে  ডার্ক ওয়েবে ৬০০ জিবি থেকে ১.৮ টেরাবাইট ডেটা দেখা গেছে। এই ফাঁস হওয়ার তথ্যটি ভারতীয় জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষের। বোঝাই যাচ্ছে, এটি সাম্প্রতিক সময়ের বৃহত্তম ডেটা ফাঁসের ঘটনাগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। একটি এই মুহূর্তে বিশাল বড় বিপদ অপেক্ষা করছে লাখ লাখ সিম ব্যবহারকারীদের জন্য।

আরও পড়ুন : ১৫ OTT, ১০০০ GB ডেটা সঙ্গে টিভি চ্যানেল ফ্রি! Jio Fiber দিচ্ছে দুর্দান্ত অফার

কীভাবে জানবেন আপনার ডেটা ফাঁস হয়েছে কিনা

প্রথমেই আপনাকে যেতে হবে https://one.google.com/ যেতে হবে। এবার ওপরের বামদিকে বেনিফিট অপশনে ক্লিক করতে হবে। একটু স্ক্রল করলেই দেখতে পাবেন ‘মনিটর দ্যা ডার্ক’ ওয়েব নামে একটি অপশন।

আরও পড়ুন : Airtel-Vi ফেল! সবথেকে সস্তায় হাইস্পিড আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Jio -এর এই ব্রডব্যান্ড

এরপর আপনি দেখতে পাবেন ‘View Details’ অপশন। এবার বিনাচার্যে ডার্ক ওয়েব স্ক্যান করার বিকল্পটি নির্বাচন করতে হবে। স্ক্যান করলেই বুঝতে পারবেন আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা। এইভাবে মাত্র কয়েকটি পদক্ষেপেই আপনি বুঝতে পারবেন আপনার তথ্য আদৌ সুরক্ষিত আছে কিনা।