সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক সুবিধাজনক এবং জনদরদী প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গে। পড়ুয়াদের জন্য স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন খাতে ভাতার ব্যবস্থা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে নতুন অর্থবছর থেকে টাকা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বেশ কিছু প্রকল্পে টাকা পেতে চলেছেন সুবিধাভোগীরা। দেখুন সেই তালিকা এই প্রতিবেদন থেকে।
রাজ্য সরকারের কোন কোন প্রকল্পে টাকা ঢুকবে এই মাসে?
- কন্যাশ্রী প্রকল্প,
- শস্য বীমা যোজনা,
- রুপশ্রী প্রকল্প,
- বিধবা ভাতা,
- লক্ষ্মীর ভান্ডার,
- যুবশ্রী প্রকল্প,
- ইমাম ভাতা,
- লোক প্রসার প্রকল্প,
- বার্ধক্য ভাতা,
- পুরোহিত ভাতা,
- মানবিক প্রকল্প।
রাজ্য সরকারের কোন প্রকল্পে কত টাকা দেওয়া হয়?
- কন্যাশ্রী প্রকল্প : ১৮ বছরের বেশি বয়সী অবিবাহিত মেয়ে যারা উচ্চশিক্ষার আওতায় রয়েছেন তারা এককালীন ২৫ হাজার টাকা করে পাবেন।
- রূপশ্রী প্রকল্প : দরিদ্র পরিবারের মেয়েরা বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা পাবেন।
- শস্য বিমা যোজনা : শস্য বিমা যোজনার আওতায় পুরুষ এবং মহিলারা ২ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন।
- বিধবা ভাতা : বিধবা মহিলারা ভাতা বাবদ ১ হাজার টাকা পাবেন।
- লক্ষ্মীর ভান্ডার : রাজ্যের সাধারণ শ্রেণির মহিলারা এই মাস থেকে প্রতিমাসে ১ হাজার টাকা পাবেন। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পাবেন ১২০০ টাকা করে।
- যুবশ্রী প্রকল্প : এই প্রকল্পের আওতায় বেকার যুবক এবং যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পান।
- ইমাম ভাতা : মুসলিম সম্প্রদায় ভুক্ত ইমামরা মাসে ৩০০০ টাকা করে পাবেন।
- লোক প্রসার প্রকল্প : সংগীত শিল্পীরা লোক প্রসার প্রকল্পে প্রতিমাসে ১ হাজার টাকা করে পাবেন।
- বার্ধক্য ভাতা : রাজ্যের পুরুষ এবং মহিলারা প্রতিমাসে ১ হাজার টাকা করে পাবেন।
- পুরোহিত ভাতা : কোনও মন্দিরের নিয়মিত পুরোহিত হলে ব্রাহ্মণ পুরোহিতরা প্রতিমাসে ১.৫ হাজার টাকা করে পাবেন।
- মানবিক প্রকল্প : প্রতিবন্ধীরা মানবিক প্রকল্পের আওতায় প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারের জন্য কীভাবে আবেদন করবেন? কী কী ডকুমেন্টস লাগবে?
কীভাবে আবেদন করবেন?
আপনি যদি উপরের তালিকার মধ্যে থেকে কোনও প্রকল্পের সুবিধার চান তাহলে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/government গিয়ে আবেদন জানাতে পারেন। আপনার সম্পর্কিত যাবতীয় তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করলেই আপনি প্রকল্পের সুবিধা পাবেন।