Post Office Schemes : আপনি যদি আপনার অর্থ ভবিষ্যতে বিনিয়োগ করার জন্য সঠিক কোন স্থান না পেয়ে থাকেন, তাহলে আপনাকে বলি আপনি পোস্ট অফিসের (Post Office) ছোট বা বড় যে কোন স্কিমে নিজের অর্থ বিনিয়োগ করতে পারেন। ভালো সুদ পাওয়ার পাশাপাশি আপনি পেয়ে যাবেন করের ওপর ছাড়। চলুন আজ দেখে নেওয়া যাক পোস্ট অফিসের দুর্দান্ত ৫ টি স্কিম সম্পর্কে বিস্তারিত।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) : এই স্কিমটি মেয়েদের উচ্চশিক্ষা এবং বিবাহের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। ১০ বছরের ছোট যে কোনো কন্যা সন্তানের নামে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। কন্যা সন্তানের বয়স ১৮ বছর হলেই এই স্কিমটি ম্যাচিওর করবে। এই স্কিমে বার্ষিক ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন আপনি। আয়কর ধারা ৮০c অনুযায়ী আপনি করের উপর ছাড়ও পাবেন।
পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Time Deposit Account) : একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করতে হয়। আপনি ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন ১০০০ এবং সর্বোচ্চ অফুরন্ত অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি। এই স্কিমেও আয়কর ধারা অনুযায়ী ৮০c অনুযায়ী করের ওপর ছাড় পাবেন আপনি।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) : এটি একটি দীর্ঘমেয়াদী স্কিম। এই স্কিমের মেয়াদ ১৫ বছর। অনেকটা সময় ধরে এই স্কিমে বিনিয়োগ করা যায় বলে এই স্কিমে রিটার্নও পাওয়া যায় বেশি। সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন আপনি। এই স্কিমে পেয়ে যাবেন ৮০c অনুযায়ী করের ওপর ছাড়।
আরও পড়ুন : বিনিয়োগের উপর ৯% সুদ! লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে LIC এর এই পলিসি
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম (National Savings Certificate Scheme) : এই স্কিমের মেয়াদ ৫ বছর। সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকার গুণিতকে আপনি বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। এই স্কিমেও আপনি পাবেন ৮০c অনুযায়ী করের ওপর ছাড়।
আরও পড়ুন : ১০০ টাকায় অ্যাকাউন্ট খুললেই মিলবে ২৪ লক্ষ টাকা! দুর্দান্ত স্কিম নিয়ে হাজির পোস্ট অফিস
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme) : নাম শুনেই বুঝতে পারছেন এটি বয়স্ক নাগরিকদের জন্য তৈরি করা হয়েছে। নূন্যতম ৫৫ এবং সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্নে ৮০০০ টাকা এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন আপনি। এই স্কিমে পেয়ে যাবেন ৮.২ শতাংশ হারে সুদ। এই স্কিমেও আপনি পাবেন ৮০c অনুযায়ী করের ওপর ছাড়।