বর্তমানে আধার কার্ড শুধু আপনার পরিচয় পত্র নয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারি বা বেসরকারি, স্কুল-কলেজের ভর্তি প্রক্রিয়া হোক বা চাকরির আবেদন, সবেতেই আধার কার্ড প্রয়োজন। এই নথিটিকে আরও বেশি সুরক্ষিত করার জন্য নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করে UIDAI। এবার যেমন ই কেওয়াইসি জন্য আধার XML আনা হয়েছে। কী এই ব্যবস্থা? কোন কাজে লাগে? কীভাবে ডাউনলোড করতে হয়? দেখে নিন।
আধার অফলাইন XML কী?
যখন আধার কার্ড কোথাও শেয়ার করতে হয় তখন অফলাইন আধার XML শেয়ার করতে পারেন নিরাপদ ডকুমেন্ট হিসেবে। এখানে আধার কার্ড হোল্ডারের ডিজিটাল সাইন থাকে। XML ভার্সনে আধার কার্ড হোল্ডারের নাম, ঠিকানা, ছবি, লিঙ্গ, জন্ম তারিখও থাকে। base64 এনকোডেড ফরম্যাটে থাকে সব তথ্য। আধার কার্ডের শেষ ৪টি ডিজিট রেফারেন্স আইডি হিসেবে দেওয়া থাকে।
এই নতুন ব্যবস্থার ফলে এবার থেকে আধার নম্বর ছাড়াই অফলাইন ভেরিফিকেশন করা যাবে। আপনারা ফোনে এই অফলাইন আধারে XML ডাউনলোড করে রাখতে পারেন। সব আধার কার্ড হোল্ডার এই কার্ড ব্যবহার করতে পারবেন।
কীভাবে আধার XML ডাউনলোড করবেন?
- প্রথমে ফোনের ব্রাউজারের মাধ্যমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।
- আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি নম্বর দিয়ে সিকিউরিটি কোড লিখুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।
- ওটিপি দিয়ে শেয়ার কোড দিতে হবে পাসওয়ার্ড হিসেবে।
আরও পড়ুন : আর চুরি হবে না Aadhaar তথ্য! এইভাবে ডাউনলোড করুন Masked Aadhaar Card
- XML জিপ ফাইল ডাউনলোড হয়ে গেলে ওই শেয়ার কোড দিয়ে খুলতে পারবেন।
- ডাউনলোড বাটনের মাধ্যমে অফলাইন আধার XML ডাউনলোড করতে হবে।
আরও পড়ুন : নিজের ফোনেই করে নিন Aadhaar Card আপডেট! রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
অফলাইন আধার এক্সএমএল ব্যবহারের সুবিধা কী কী?
অফলাইনে যেকোনো ই কেওয়াইসি করার ক্ষেত্রে অফলাইন আধার XML ফাইল ব্যবহার করতে পারেন। সার্ভিস প্রোভাইডারের সঙ্গে শেয়ার করতে পারেন। এই ফাইলে ডেমোগ্রাফিক তথ্য থাকে। কাজেই অথেন্টিকেশনে অসুবিধা হয় না। এই কার্ডে আধার নম্বরের তথ্য গোপন থাকে। কাজেই জালিয়াতি হওয়ার সম্ভাবনা কমে যায়।