Budget 2024 : ট্রেন টিকিটে ৫০ শতাংশ ছাড়! রেল বাজেটে আর কী কী ঘোষণা করবেন অর্থমন্ত্রী?

আগামী ২৩ শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। স্বাভাবিকভাবেই তাই গোটা দেশের নজর রয়েছে সেই দিকে। বিশেষ করে রেল যাত্রীরা নতুন কিছু আশা করছেন এই বাজেট থেকে। রেলের উন্নয়ন এখন কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আসন্ন বাজেটে রেল যাত্রীদের জন্য কী কী ঘোষণা হতে পারে? জেনে নিন।

অনেকেই অনুমান করছেন এই বাজেটে রেলের উন্নয়নের জন্য বড় অর্থ বিনিয়োগ করতে পারে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রেলের পরিষেবার উন্নতির জন্য কিছু ভালো ঘোষণা হতে পারে। যাত্রীরা চাইছেন করোনার আগে যেমন ট্রেন টিকিটে প্রবীণ নাগরিকদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হতো সেই ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। ৬০ বছর বয়সী পুরুষ এবং ৫৮ বছর বয়সী মহিলারা এই সুবিধা পেতেন।

INDIAN RAIL

২০১৯ সালের শেষ পর্যন্ত, IRCTC দুরন্ত, শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, মেল এবং এক্সপ্রেস ট্রেনে এই ছাড় কার্যকর করা ছিল প্রবীর নাগরিকদের জন্য। কিন্তু করোনার পর থেকেই এই ছাড়ের ব্যবস্থা তুলে দেয় রেল। যার ফলে ট্রেনে যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে প্রবীণদের। ট্রেন টিকিটের মূল্য বেড়ে যাওয়াতে তাদের কাছে যাত্রা করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন : ট্রেনের টিকিটে PQWL, RSWL, GNWL কোড লেখা থাকে কেন? কোন কোডের অর্থ কী?

INDIAN RAIL

আরও পড়ুন : One India-One Ticket: চালু হচ্ছে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট সিস্টেম! কী কী সুবিধা পাবেন রেল যাত্রীরা?

যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছেন ভারতে ট্রেন টিকিটে আগে থেকেই ছাড় দেওয়া হয়। তাই নতুন করে এই ছাড়ের দাবীর বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। বয়স্ক, মহিলা এবং শিশুদের যাতায়াতের ক্ষেত্রেও ট্রেন টিকিটের ছাড়ের দাবি তুলছেন যাত্রীরা। তাদের সেই দাবি কত অংশে পূরণ হয় সেটাই এখন দেখার।