রিচার্জ প্ল্যানগুলোর দাম বাড়ানোতে চারিদিকে Airtel কে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তবে গ্রাহক টানতে নতুন কিছু ডেটা বুস্টার প্লান নিয়ে হাজির হয়েছে Airtel। ফাইভ-জি ডেটা বুস্টার এই প্ল্যানগুলোর দাম আপনার নাগালের মধ্যেই থাকবে। ৫১ টাকা থেকে শুরু করে ১৫১ টাকা পর্যন্ত খরচ করতে হবে আপনাকে। জেনে নিন প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত।
এয়ারটেল তিনটি ডেটা বুস্টার প্ল্যান লঞ্চ করেছে। এই সমস্ত প্ল্যানে আপনি ফাইভ-জি স্পিডের ডেটা পাবেন। রিচার্জ প্ল্যান এর দাম বাড়ানোর সময় এয়ারটেল ঘোষণা করে তাদের নেটওয়ার্কে ফাইভ-জি পরিষেবার সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা ২ জিবি দৈনিক ডেটা বা তার বেশি রিচার্জের প্ল্যান কিনছেন। এর কমে ফাইভ-জি পরিষেবা পাওয়া যাবে না।
কিন্তু এদিকে গ্রাহকদের মধ্যে এই নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল। তাদের সমস্যা দূর করতে নতুন ডেটা বুস্টার প্ল্যান চালু করা হলো। যারা দৈনিক ২ জিবির কম ডেটা রিচার্জ করেন কিন্তু ৫জি পরিষেবা ব্যবহার করতে চান তারা এবার থেকে ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার মধ্যে যেকোনো অতিরিক্ত ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারবেন। এতে ৫জি পরিষেবাও পাবেন।
এই ফাইভ জি ডেটা বুস্টার প্ল্যানের সঙ্গে আপনি অতিরিক্ত ফোরজি ডেটাও পাবেন। ৫১ টাকার প্ল্যানের সঙ্গে পাবেন ৩ জিবি অতিরিক্ত ফোরজি ডেটা, ১০১ টাকার প্ল্যানে পাবেন ৬ জিবি অতিরিক্ত ফোরজি ডেটা, ১৯১ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৯ জিবি অতিরিক্ত ফোরজি ডেটা। বুস্টার প্ল্যানগুলোর বৈধতা আপনার বর্তমান রিচার্জে প্ল্যানের বৈধতার মত থাকবে।
আরও পড়ুন : ৫০ দিনের সাবস্ক্রিপশন ফ্রি! দুর্দান্ত সুবিধা দিচ্ছে Jio AirFiber
আরও পড়ুন : BSNL Recharge : প্রতিদিন ২ জিবি ডেটা, ৩৬৫ দিনের ভ্যালিডিটি! সস্তায় দারুণ প্ল্যান দিচ্ছে BSNL
এই মুহূর্তে এয়ারটেলের সবথেকে সস্তার প্ল্যানটি হল ২৪৯ টাকার ফাইভ-জি প্ল্যান। এতে আপনি প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড কল, ২৪ দিনের বৈধতা, উইঙ্ক এবং উইঙ্ক মিউজিক এক্সেস সহ একটি ফ্রি হেলো টিউন পাবেন। পোস্ট পেইড প্ল্যানের মধ্যে সবথেকে সস্তাটি হল ৪৪৯ টাকার প্ল্যান।