কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন মঙ্গলবার। এই বাজেটের উপর অনেক আশা ছিল সাধারণ মানুষের। সেগুলো কতখানি পূরণ করল কেন্দ্রীয় সরকার? কোন কোন জিনিসের দাম বাড়লো? সস্তা হলো কোন কোন জিনিস? সাধারণ মানুষের পকেটের উপর চাপ এবার কমবে কী? দেখুন বাজেট কী বলছে।
বাজেটের পর সস্তা হতে চলেছে একাধিক জিনিস। এক নজরে আগে বরং দেখে নিন সেগুলো কী কী। প্রথমেই রয়েছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। যার ফলে ক্যান্সারের চিকিৎসার ওষুধের দাম অনেকটাই কমবে।
মোবাইল ফোন, মোবাইল চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দাম কমে যাবে। এই সমস্ত জিনিসের উপর থেকে প্রায় ১৫ শতাংশ কর কমানো হয়েছে। সোনা এবং রুপোর দামও কমে যাবে। সোনা এবং রুপোর আমদানির উপর কর ৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে সোনা এবং রুপোর দাম কমবে এবং চাহিদা বাড়বে।
শুধু সোনা, রুপো নয়, প্ল্যাটিনামের উপর শুল্কের হার ৬.৪ শতাংশ কমানো হবে। প্ল্যাটিনামের দাম কমে যাবে। এছাড়া আরো দুটি ধাতুর দাম কমবে। নিকেল এবং তামার উপর কর তুলে নেওয়া হয়েছে। এরকম ২৫ টি ধাতুর উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর সরকার কর তুলে নিয়েছে। সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর ৫ শতাংশ কর কমানো হয়েছে।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার ফেল! মহিলাদের ‘লাখপতি’ বানাবে কেন্দ্রর এই প্রকল্প, জানুন আবেদন পদ্ধতি
আরও পড়ুন : ট্রেন টিকিটে ৫০ শতাংশ ছাড়! রেল বাজেটে আর কী কী ঘোষণা করবেন অর্থমন্ত্রী?
তবে এবারের বাজেটে বেশ কিছু জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টেলি যোগাযোগের সরঞ্জাম। যার উপর আগে ১০ শতাংশ কর বসানো ছিল। এখন তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিভিন্ন প্লাস্টিকের জিনিসের উপর কর বাড়ানো হয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেটের উপর কর ৭ থেকে ১০ শতাংশ বাড়ানো হয়েছে।