UPI ATM: এটিএম কার্ড ছাড়াই তুলুন টাকা! করুন শুধু ছোট্ট এই কাজ

এবার এটিএম কার্ডের সঙ্গেও জুড়ে গেল UPI ব্যবস্থা। UPI-ATM, এই পদ্ধতি মেনে আপনি এটিএম কার্ড ছাড়াও টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে। এবার থেকে আর এটিএম কার্ডেরও দরকার পড়বে না টাকা তোলার জন্য। আলাদা ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার সময় সব থেকে ভালো এবং সহজ পদ্ধতিতে টাকা তুলতে পারবেন। জেনে নিন এই পদ্ধতি।

বর্তমান যুগ স্মার্টফোনের যুগ। স্মার্টফোন আপনার সঙ্গে থাকলেই আপনি সব কাজ করে ফেলতে পারবেন ডকুমেন্ট ছাড়াই। এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে হলেও প্রয়োজন হবে স্মার্ট ফোন। ইউপিআই অ্যাপের মাধ্যমেই আপনি এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন অন্য ব্যাঙ্ক থেকে। ও তাই এবার থেকে আর এটিএম কার্ড সঙ্গে নিয়ে যাওয়ার কোন প্রয়োজন হবে না।

UPI-ATM

প্রাথমিকভাবে অবশ্য এই পদ্ধতিতে টাকা তুলতে গিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখন ইউপিআই অ্যাপের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিটাও এসেছে প্রকাশ্যে। এরজন্য আপনাকে এটিএমের ইউপিআই ক্যাশ উইড্রয়াল অপশন সিলেক্ট করতে হবে। যত টাকা তুলতে চান সেই পরিমাণটা লিখতে হবে। টাকার পরিমাণ লেখার পর আপনার পর্দায় কিউআর কোড দেখানো হবে। সেটা ইউপিআই অ্যাপ অন করে স্ক্যান করে নিতে হবে।

আরও পড়ুন : বদলে গেল ATM মারফত টাকা জমা করার নিয়ম! জেনে নিন নতুন নিয়ম

UPI-ATM

আরও পড়ুন : ATM কার্ড ছাড়া কীভাবে UPI অ্যাকাউন্ট খুলবেন? জেনে নিন পদ্ধতি

এরপরের ধাপে ইউপিআই অ্যাপের পিন দিয়ে আপনি টাকার লেনদেন করতে পারবেন। ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তুলতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। আপনি এভাবে সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। যারা ব্যাঙ্কে নতুন একাউন্ট খুলেছেন কিন্তু কার্ড এখনো পাননি এই নতুন ব্যবস্থার মাধ্যমে তারাও এবার থেকে টাকা তুলতে পারবেন এটিএম থেকে।