Rinku Singh : কলকাতা নাইট রাইডার্স-এর (Kolkata Knight Riders) অন্যতম একজন ক্রিকেটার হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু যে রিঙ্কু সিংকে ছাড়া নাইট রাইডার্স ভাবা যায় না, সেই খেলোয়াড় এবার ছেড়ে দিচ্ছেন নাইট রাইডার্স। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ভক্তদের মধ্যে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তাতে যথেষ্ট যুক্তি রয়েছে বলেই মনে করছেন ভক্তরা। যদি সত্যিই তিনি দল ছেড়ে দেন তাহলে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। নাইট রাইডার্স- এর হয়ে অসাধারণ খেলেও তিনি যে টাকা পাচ্ছেন তার থেকে নিলামে উঠলে তিনি অনেক বেশি টাকা পেতেন বলেই মনে করছেন ভক্তদের একাংশ।
এখনো পর্যন্ত আইপিএলে ৩১ টি ম্যাচ খেলেছেন রিঙ্কু। ৩৬.২৫ গড়ে ৭২৫ রান করেছেন তিনি। শেষ ওভারে ১৪২.১৬ স্ট্রাইক রেটে এই রান গুলি করেছেন তিনি। সব থেকে মজার ব্যাপার হল গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা মেরে যুবরাজের পরবর্তী স্থান কেড়ে নিয়েছেন তিনি। এতকিছুর পরেও দলে থাকার জন্য উপযুক্ত পারিশ্রমিক তিনি পাচ্ছেন না, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের একাংশদেরও।
রিংকু যখন প্রথমবার আইপিএলের অংশ হয়েছিলেন তখন পাঞ্জাব কিংস তাকে ১০ লক্ষ টাকা দিয়েছিল। ২০১৮ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্স এই ক্রিকেটারকে ৮০ লাখ টাকার বিনিময় কিনে নেয়। ২০২২ সালের আইপিএল-এর আগে আরও একবার নিলামে ওঠেন এই খেলোয়াড়। তখনো নাইট রাইডার্স রিঙ্কুকে নিজের দলে নিয়ে নেন কিন্তু মাত্র ৫৫ লাখ টাকার বিনিময়ে।
আরও পড়ুন : রাহুল-রোহিত বাদ, বিরাটও কি থাকবেন না? চূড়ান্ত হল T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ
২০২৩ সালের আইপিএল-এ ফের ৫৫ লক্ষ টাকার বিনিময়তেই রিঙ্কুকে নিজের করে নেন কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই ৮০ লক্ষ টাকার থেকে ৫৫ লক্ষ টাকার অংকটা যে অনেকটাই কম তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। সব থেকে বড় ব্যাপার হলো, যে বোলারের বলে রিঙ্কু পাঁচ বলে পাঁচ ছয় মেরেছিলেন সেই যশ দয়ালের বেতনও কিন্তু রিঙ্কুর থেকে অনেক বেশি।
আরও পড়ুন : সিরিজ ছেড়ে মাঝপথেই বিদায়! ক্রিকেট থেকে অবসর নিলেন এই তারকা প্লেয়ার
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেখানে ৫ কোটি টাকার বিনিময়ে যশকে দলে নেন সেখানে কি করে কলকাতার নাইট রাইডার্স মাত্র ৫৫ লক্ষ টাকার বিনিময়ে একজন ক্রিকেটারকে নিজের দলে নিচ্ছেন? এই অবিচারের বিরুদ্ধে সরব হয়ে যদি নাইট রাইডার্স এর দল ছেড়ে দিয়ে রিঙ্কু অন্য কোন দল যোগদান করেন তাতে অবাক হবার কিছু থাকবে না।