বর্তমান সময়কালে ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে চড়া হারে সুদ পাওয়া যাচ্ছে। সেই জায়গায় সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সুদের পরিমাণ প্রায় অর্ধেক কমে যায়। আবার সব সময় সব টাকা ফিক্সড ডিপোজিট করে রাখাও যায় না। কারণ তাকে দীর্ঘকালীন সময়ের জন্য টাকা জমা থাকবে। কিন্তু জানেন কি সেভিংস একাউন্টেও আপনি ফিক্সড ডিপোজিটের হারে সুদ পেতে পারেন? কীভাবে? জেনে নিন।
এখন বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস একাউন্টের উপর সুদের হার ২.৫ থেকে ৪ শতাংশ। কিন্তু এই সুদের হার অনেকটাই বেড়ে যাবে যদি আপনি অটো সুইপ ফেসিলিটি এক্টিভেট করে রাখেন। তাহলে সেভিংস একাউন্টে ফিক্সড ডিপোজিটের হারে সুদ পাওয়া যায়। এই ফেসিলিটির আওতায় স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্টের লিমিট নির্ধারণ হয়। সেই লিমিট পেরিয়ে গেলে বাকি টাকা ফিক্সড ডিপোজিটের একাউন্টে ঢুকে যায়।
যতটা টাকা ফিক্সড ডিপোজিটের আওতায় ঢুকছে আপনি তার উপর ফিক্সড ডিপোজিটের সুদের হারেই সুদ পাবেন। ব্যালেন্স যদি আবার কমে যায় সে ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা চলে আসে। অটো সুইপ ফেসিলিটি চালু থাকলে ফিক্সড ডিপোজিটের উপর ৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেভিংস একাউন্টের তুলনায় এই হার অনেকটাই বেশি।
ফিক্সড ডিপোজিটে যেরকম লক ইন পিরিয়ড থাকে, অটো সুইপ ফেসিলিটিতে সেরকম কিছু থাকে না। টাকা তুলে নিলে জরিমানা দিতে হয় না। আপনি যখন খুশি একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। বিভিন্ন ব্যাঙ্কে আপনি এই সুবিধা পেতে পারেন। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আপনাকে নিয়ম জেনে নিতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবস্থাতেও আপনি এই পরিষেবা চালু করতে পারেন।
আরও পড়ুন : কোন ব্যাঙ্কের ATM থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?
যদি এসবিআইতে আপনার একাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এসবিআইয়ের Yono অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং সাইন ইন করতে হবে। মেনুতে গিয়ে ফিক্সড ডিপোজিট অপশন বাছতে হবে। তারপর ড্রপডাউন মেনুতে মোর অপশনে ক্লিক করতে হবে। এবার অটো সুইপ ফেসিলিটির পেজ খুলে যাবে। সেই লিংকে ক্লিক করে যে একাউন্টে ফিচার চালু করতে চান সেই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তারপর ফিক্সড ডিপোজিটের পরিমাণ এবং সময়সীমা লিখে ওকে অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে।
আরও পড়ুন : ATM ব্যবহারের সময় সাবধান! এই ভুল করলেই চলে যাবে সব টাকা
এবার আপনাকে ওটিপি পিন বা পাসওয়ার্ড দিয়ে Yono অ্যাপে অটো সুইপ ফেসিলিটি চালুর পদ্ধতি অপশনে ক্লিক করুন। এবার মাল্টি অপশন ডিপোজিটে গিয়ে যে অ্যাকাউন্টে ফিচার চালু করতে চান সেটা বেছে নিন। তারপর ওটিপি, পিন, পাসওয়ার্ড লিখে দিয়ে জমা করুন। কয়েকদিনের মধ্যেই আপনার একাউন্টে অটো সুইপ ফেসিলিটি চালু হয়ে যাবে।