আগস্টের শুরুতেই বাড়ল দাম! গ্যাস সিলিন্ডারে নতুন দাম এখন কত?

বিগত দুই মাসের রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG) দাম বেশ অনেকটাই কমেছে। লোকসভা নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে কেন্দ্র সরকার। এখন ১৪.২ কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডার কেনার জন্য দিতে হচ্ছিল ৮২৯ টাকা। আগস্ট মাসের শুরুতে এবার দাম বাড়ানো হল গ্যাসের সিলিন্ডারে। দাম কত বাড়লো? জেনে নিন।

১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম নয়, সম্প্রতি বাড়ানো হলো ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। ১৯ কেজি রান্নার গ্যাসের দামে ঘনঘন পরিবর্তন আনা হচ্ছে। এবার আগস্ট মাসের শুরুতে গ্যাসের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ানো হলো। যার ফলে চাপ পড়বে খাবারের দোকান, রেস্টুরেন্ট, হোটেলের মালিকদের পকেটে।

LPG CYLINDER NEW PRICE

আগস্ট মাসের শুরুতে জুলাই এর তুলনায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮ টাকা ৫০ পয়সা বাড়ানো হলো। সমগ্র দেশেই এই দাম বাড়ানো হয়েছে। তবে স্বস্তির কথা এই যে রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। দাম কমানো হয়নি ঠিকই, কিন্তু বাড়ানোও হয়নি।

আরও পড়ুন : এক টাকাও লাগবে না, বিনামূল্যে পাবেন LPG সিলিন্ডার! আবেদন করুন ঝটপট

LPG

আরও পড়ুন : LPG সিলিন্ডারে থাকবে বিশেষ ব্যবস্থা! এবার থেকে এই সুবিধা পাবেন গ্রাহকেরা

দাম বৃদ্ধির ফলে এখন বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় দাঁড়ালো ১৭৬৪.৫০ টাকা। জুলাই মাসে দিতে হয়েছিল ১৭৫৬ টাকা। দিল্লিতে দাম বৃদ্ধির পর নতুন দাম হয়েছে ১৬৫২.৫০ টাকা। মুম্বাইতে দাম বেড়ে হয়েছে ১৬০৫ টাকা। চেন্নাইতে দাম বৃদ্ধির পর নতুন দাম হয়েছে ১৮১৭ টাকা।