২৪ -এর নির্বাচনে মোদির বিপরীতে কে হবে বিরোধী জোটের ‘মুখ’? প্রকাশ্যে এল দেশবাসীর রায়

India Alliance : এই মুহূর্তে ভারতের সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়াইয়ের জন্য। কিন্তু এই লড়াইয়ের মধ্যেই চলছে আরো একটি লড়াই। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া জোট (India Alliance) তৈরি হয়েছে , সেই দলের মুখ হবে কে? সম্প্রতি এই বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে করা হয়েছে সমীক্ষা, যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর একটি তথ্য। কাকে ইন্ডিয়া জোটের মুখ করতে চাইছেন জনগণ? সমীক্ষার ফলাফলে কত নম্বরে রয়েছেন মমতা ব্যানার্জি?

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরোধিতা করার জন্য একজোট হয়েছে অন্ততপক্ষে ২৮ টি রাজনৈতিক দল। নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটে যে দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল তৃণমূল কংগ্রেস, আপ, কংগ্রেস, আরজেডি, জনতা দল ইউনাইটেড এবং দক্ষিণ ভারতের একাধিক দল।

যেহেতু এই জোটে একাধিক শক্তিশালী রাজনৈতিক দল রয়েছে তাই স্বাভাবিকভাবেই এই জোটের মুখ কে হবেন তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। স্বাভাবিকভাবে জোটে থাকা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই জোটের মুখ হয়ে উঠতে চাইছেন। এই বিষয়টি নিয়ে ইন্ডিয়া জোটের অন্তর্গত দলের নেতা-নেত্রীদের মধ্যে একাধিকবার মতবিরোধও লক্ষ্য করা গেছে। যদিও মতবিরোধ হলেও এখনো পর্যন্ত কেউ জোট ছেড়ে দেওয়ার কথা বলেননি।

ইন্ডিয়া জোটে যে সমস্ত রাজনৈতিক দল থেকে জোটের মুখ হওয়ার প্রসঙ্গে কথা উঠেছে তাদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল ইউনাইটেড। ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, এই প্রসঙ্গে যখন রাজনৈতিক দলগুলির মধ্যে তৈরি হয়েছে চাপা উত্তেজনা, ঠিক তখনই এবিপি এবং সি ভোটার একটি সমীক্ষা করেন ভারতের সাধারণ মানুষকে নিয়ে।

আরও পড়ুন : আজ থেকে বন্ধ রাজ্যের সব রেশন দোকান, ভোগান্তি গ্রাহকদের! কতদিন চলবে ধর্মঘট?

সমীক্ষায় সাধারণ মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ চান বিজেপি বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের মুখ করা হোক রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী পেয়েছেন ৩৪ শতাংশ মানুষের ভোট। এই তালিকায় দ্বিতীয় হয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি পেয়েছেন ১৩ শতাংশ ভোট। এরপরই রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যাকে ১০ শতাংশ ভোট দিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : গাইতে হবে রাজ্য সংগীত, এই দিনে পালন হবে রাজ্য দিবস! এল নবান্নের নির্দেশ

সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৪ শতাংশ মানুষ নিরপেক্ষ ছিলেন অর্থাৎ তারা কিছু বলতে পারবেন না বলেই জানিয়েছেন। তবে এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একেবারে শেষের দিকে। মাত্র ৯ শতাংশ ভারতবাসী চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করতে।