রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে তাতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। হাজার টাকা পেরিয়ে গিয়েছিল গ্যাসের দাম। সেই জায়গায় এখন ৮২৯ টাকায় পাওয়া যাচ্ছে বটে কিন্তু সেটাও সাধারণ মানুষের সাধ্যের বাইরে বলা যেতে পারে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি নবান্নের বৈঠকে সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে জলের দরে রান্নার গ্যাস পাওয়া যাবে।
আর মাত্র কয়েক মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গাতে এলপিজি, সিএনজি, সস্তায় রান্নার গ্যাস এবং যানবাহন চালানোর জন্যও ব্যবহৃত গ্যাস পাওয়া যাবে। রাজ্য মন্ত্রিসভায় সম্মতি মিলেছে এই প্রস্তাবে। নবান্নে সম্প্রতি এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরেছেন GAIL সংস্থার প্রতিনিধিরা।
এই চুক্তির ফলে এবার এলপিজি সিএনজির থেকেও সস্তায় পাওয়া যাবে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস। এই সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গাতে পাইপলাইন পাতার কাজ শুরু করে দিয়েছে। ২৪৩৩ কোটি টাকার পাইপ লাইন প্রকল্পের কাজ চলেছে রাজ্যজুড়ে। রান্নার গ্যাস এই পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাবে। একইভাবে গাড়ি চালানোর জন্য ব্যবহৃত গ্যাস বিভিন্ন ফিলিং স্টেশনে পৌঁছে যাবে।
পশ্চিম বর্ধমান জেলায় এরই মধ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুরের সেইল কোঅপারেটিভ কলোনিতে কিছু বাড়িতে এরকম কানেকশন দেওয়া হয়েছে। কানেকশন যারা নিয়েছেন তারা সকলেই বলছেন সাধারণ গ্যাসের তুলনায় দাম অনেকটাই সস্তা পড়ছে এই ব্যবস্থায়।
আরও পড়ুন : LPG সিলিন্ডারে থাকবে বিশেষ ব্যবস্থা! এবার থেকে এই সুবিধা পাবেন গ্রাহকেরা
আরও পড়ুন : আগস্টের শুরুতেই বাড়ল দাম! গ্যাস সিলিন্ডারে নতুন দাম এখন কত?
আপাতত বর্ধমানে শুরু হলেও আগামী দিনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। ধীরে ধীরে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চালু হয়ে যাবে এই ব্যবস্থা। ঘরে বসেই রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস অনেক সস্তায় পাবেন গ্রাহকেরা।