আর খুব বেশি দেরি নেই। খুব শীঘ্রই বাংলাতে বন্দে ভারত মেট্রোরেল চলাচল করবে। ট্রায়াল রান চলছে বর্তমানে। সদ্য চেন্নাইতে ট্রায়াল চললো বন্দে ভারত মেট্রোর (Vande Bharat Metro)। খুব শীঘ্রই বাংলাতেও এই পরিষেবা চালু হবে। তার জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। সদ্য রেল বোর্ডের বৈঠক হলো বাংলাকে নিয়ে। কী কী আপডেট উঠে এলো তাতে?
রেলবোর্ডের বৈঠকে স্থির করা হয়েছে বাংলায় কোথায় কোথায় বন্দে ভারত মেট্রো চলবে। আপাতত দেশের বড় বড় শহরগুলোকে সংযোগ করার চেষ্টা চলছে। চেন্নাইয়ের ভিলাভাক্কাম স্টেশন থেকে একটি রেকের ট্রায়াল চলেছে। নতুন মেট্রোর কামরার সঙ্গে সাধারণ মেট্রোর কামরার পার্থক্য রয়েছে। রেকের ভেতরটা সাধারণ লোকাল ট্রেনের মত দেখতে।
বন্দে ভারতের মেট্রো রেকের ভেতর আড়াআড়িভাবে লোকাল ট্রেনের মতো দুই পাশে বসার সিট রয়েছে। তাতে দুই পাশে দুজন বসতে পারবেন। একটা দাঁড়ানোর জায়গা আছে। সব বন্দে ভারতের মেট্রোর কাঠামো একই রকম হবে কিনা তা জানা যায়নি এখনো। গোটা ট্রেনে সিসিটিভি ক্যামেরা থাকবে। মোট ১২ টি কামরা থাকবে। সাধারণ কামরাগুলোতেও শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস কেমন দেখতে হবে? কী কী সুবিধা থাকবে এতে?
আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল
এখন শুধু চেন্নাইতে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল হল। আগামী দিনে ধীরে ধীরে দেশের বড় বড় শহরগুলোকে এই রুটে জুড়ে ফেলা হবে। ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে চলাচল করবে। এই মেট্রোর গতি হবে বন্দে ভারত এক্সপ্রেসের মত। বাংলাতে শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে প্রথম বন্দে ভারত মেট্রোর পরিষেবা পাওয়া যাবে। তবে তা কবে বাস্তবায়িত হবে সেই দিনক্ষণ জানানো হয়নি এখনো।