মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কে? কে নেবে বাংলার দায়িত্ব?

Next CM of West Bengal : এই মুহূর্তে ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমেছে লোকসভা নির্বাচনের জন্য। ২০২৪ সালে এই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) একদিকে যেমন বিজেপি নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করছে তেমন অন্যদিকে বিরোধীদলগুলি একত্র হয়ে তৈরি করেছে ইন্ডিয়া জোট। আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের মুখ হিসাবে নির্বাচিত হন এবং ভোটে জিতে প্রধানমন্ত্রী পদে আসীন হন, সেক্ষেত্রে কে সামলাবে পশ্চিমবঙ্গের দায়িত্ব? কেমনই বা হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ?

এই মুহূর্তে বিজেপিকে হারানোর জন্য বিজেপি বিরোধী দলগুলি একত্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া জোটের মাধ্যমে প্রায় ১৮ টি দল একত্র হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। তবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমে কাকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে তা নিয়ে দলের মধ্যেই বারবার বাঁধছে দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই প্রত্যেক রাজ্যের মানুষেরা তাদের মুখ্যমন্ত্রীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান।

যদি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে কাকে? কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? সে কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দায়িত্ব সামলাতে? যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে একটা হালকা আভাস আমরা সকলেই পেয়েছি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপোকেই দেওয়া হবে রাজ্যপাট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পটু হাতে দলের দায়ভার সামলাতে পারেন সে কথা এর আগেই আমরা জেনেছি বিভিন্ন নির্বাচনের আগে। দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে দল পরিচালনা করতেও আমরা দেখেছি তৃণমূলের এই যুবরাজকে। তবে অভিষেক যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েও যান সে ক্ষেত্রেও তৈরি হবে গোলযোগ।

আরও পড়ুন : মুখ পুড়লো অভিষেকের! ‘লিপস এন্ড বাউন্ডস’ মামলায় চাঞ্চল্যকর আপডেট ইডির

অভিষেক যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হন তাহলে তৃণমূলের বিরুদ্ধে যে ব্যক্তি তান্ত্রিক দলের অভিযোগ বারবার আনে বিরোধীরা, তা প্রমাণ হয়ে যাবে। তাই হয়তো সকলের কাছে মান বাঁচানোর জন্য অভিষেককে মুখ্যমন্ত্রীর চেয়ারে নাও বসাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?

আরও পড়ুন : ২৪ -এর নির্বাচনে মোদির বিপরীতে কে হবে বিরোধী জোটের ‘মুখ’? প্রকাশ্যে এল দেশবাসীর রায়

মনে করা হচ্ছে, অভিষেক যদি মুখ্যমন্ত্রী না হন সেক্ষেত্রে অন্য কোন ক্ষেত্রের জনপ্রিয় মুখকে বেছে নেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীর জন্য। সেটাও যদি না হয়, সেক্ষেত্রে মমতার ক্যাবিনেটের দক্ষ কোন মন্ত্রীকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো যেতে পারে। তবে এসব কিছুই তখনই সম্ভব হবে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর আসনে বসবেন।