South Bengal Weather : ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি মাসের শুরুতেও বাংলায় তেমনভাবে জাঁকিয়ে শীতের দেখা নেই। বুধবার কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল বটে তবে আবহাওয়া (Weather) দপ্তর জানাচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়বে বই কমবে না। এদিকে আবার দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজ আবহাওয়া থাকবে শুষ্ক। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও এই সাতটি জেলাতে বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়াতেও বৃষ্টি চলবে। তবে রবিবার আবারও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দার্জিলিং জেলাতে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে এই জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে। তাই এই জেলাগুলোর উপর জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আরও পড়ুন : মাত্র কয়েক ঘন্টাতেই এবার পৌঁছে যাবেন পাহাড়! চালু হল উত্তরবঙ্গে পৌঁছানোর নতুন ট্রেন
বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার এবং শনিবারেও উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে। তাই আগামী তিনদিন এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এখনই রাজ্যে সেইভাবে শীতের দাপট বাড়ার সম্ভাবনা নেই। বরং আগামী ৩ দিনে দক্ষিণের জেলাগুলোতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।
আরও পড়ুন : ৫ রাশি সাবধান, শনির কোপে ছারখার হবে নতুন বছর! রইল প্রতিকার
আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ১০ই জানুয়ারি থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এই সপ্তাহে আপাতত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি আর উত্তরবঙ্গে তুষারপাত চলবে। উত্তরে হাওয়ার কারণে পশ্চিমবঙ্গের তাপমাত্রা এখন কয়েক ডিগ্রি নিচে নেমেছে।