মাঝে মাঝেই ফ্লিপকার্টে দেওয়া হয় এমন কিছু সেল যেখানে আপনি ইন্ডাকশন ওভেন থেকে স্মার্টফোন (Smartphone) সবই কিনতে পারেন একদম স্বল্পমূল্যে। তেমনই একটি উইন্টার ডেজ সেল চলছে Flipkart- এ, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আপনি যদি মোটোরোলা (Motorola Mobility) কোম্পানির এজ ৪০ নিও (Motorola Edge 40 Neo) স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এটাই হল আপনার জন্য সুবর্ণ সুযোগ।
ফ্লিপকার্ট- এ চলা এই সেলে আপনি মটোরোলা কোম্পানির এজ ৪০ নিও ৫জি ফোনটি পেয়ে যাবেন ১৭ শতাংশ ছাড়ে। কিন্তু কেন শুধুমাত্র এই ফোনের কথা বলা হলো? কি বিশেষত্ব রয়েছে এই ফোনে? এই ফোনটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চি পিওএলইডি ডিসপ্লে, রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেস রেট এবং ৩৬০ হার্জ টাচ স্যাম্পেলিং রেট। পেয়ে যাবেন ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর ১০ প্লাস সাপোর্ট।
এই স্মার্টফোনটি চিপ সেটের সাথে লঞ্চ হওয়া প্রথম ফোন। এই ফোনটি ৭০৩০ প্রসেসর দ্বারা পরিচালিত। ফোনের storage রয়েছে ৮ gb র্যাম+১২৮ জিবি স্টোরেজ, রয়েছে ১২gb র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটি আপনি পেয়ে যাবেন ক্যানেল বে, ব্ল্যাক বিউটি এবং সোথিং সি এই তিনটি রঙে।
এই ফোনটিতে রয়েছে আইপি ৬৮ রেটিং, ইউএসবি টাইপ সি পোর্ট, ফাইভ-জি কানেক্টিভিটি, ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস অডিও, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এনএফসি সাপোর্ট এবং ওয়াইফাই ৬ ই। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ছবি এবং ভিডিও তোলার জন্য এই ক্যামেরাটি যে কতটা উচ্চমানের তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
ফোনটিতে রয়েছে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি। মাত্র ১৫ মিনিটের মধ্যে আপনি ৫০ শতাংশ চার্জ দিতে পারবেন এই ফোনে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ দ্বারা পরিচালিত এবং এই ফোনে রয়েছে ২ বছরের এন্ড্রয়েড আপডেট এবং ৩ বছরের সুরক্ষা আপডেট গ্যারান্টি। এবার আসি দামের ব্যাপারে।
আরও পড়ুন : লাগবে না ডেবিট কার্ড! ATM থেকে টাকা তোলার নিয়মে এল বড় পরিবর্তন
আরও পড়ুন : একের বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? জানেন এতে কী কী বিপদে পড়তে হবে আপনাকে?
এই ফোনটির দাম ২৭ হাজার ৯৯৯ টাকা, যা বর্তমানে কমে ২২ হাজার ৯৯৯ টাকা করা হয়েছে। এছাড়াও আপনি পেয়ে যাবেন ৫০০০ টাকা ডিসকাউন্ট কুপন। এছাড়া আপনি যদি এক্সচেঞ্জ অফার নিতে চান তাহলে ১৭ হাজার ৫০ টাকার অফার দেওয়া হচ্ছে। অতএব ২২ হাজার ৯৯৯ টাকার ফোন আপনি এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন মাত্র ৬ হাজার টাকায়। তবে ফোনটি কেনার আগে সমস্ত শর্তাবলী ভালো করে পড়ে নেবেন।