Balika Samridhi Yojana : বিহার, ঝাড়খন্ড সহ আরো অনেক জায়গার প্রত্যন্ত গ্রামে এখনো কন্যা ভ্রুণ হত্যা করা হয়, এখনো বহু গ্রামে অবহেলিত হয়ে থাকে মেয়েরা। মেয়েদের সমাজে সুরক্ষিত করে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এনেছিলেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ থেকে শুরু করে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’। শুরু হয়েছিল ‘কন্যাশ্রী প্রকল্প’ও। কন্যা সন্তানদের উন্নতির স্বার্থে কেন্দ্রীয় সরকারের (Central Government) তৈরি করা আরো একটি প্রকল্পের নাম হল ‘বালিকা সমৃদ্ধি যোজনা’ (Balika Samridhi Yojana)।
বালিকা সমৃদ্ধি যোজনা কি?
১৯৯৭ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে নারী এবং শিশু উন্নয়ন পরিষদ শুরু করেছিল এই প্রকল্পের। কন্যা সন্তানের জন্মের পর থেকেই এই প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পটি দ্বারা কন্যা সন্তানদের শিক্ষা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত অর্থ প্রদান করে সরকার।
বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধাগুলি কি কি?
এই প্রকল্পের মাধ্যমে যে কোন গর্ভবতী মহিলারা ৫০০০০ টাকা অনুদান পান। কিন্তু এই প্রকল্পের অধীনে যে অর্থ দেওয়া হয় তা কিন্তু একসাথে পাওয়া যায় না। কন্যা সন্তানের জন্মের সাথে সাথে পাওয়া যায় ৫০০ টাকা। এরপর কন্যা সন্তান প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে পড়ার সময় ৩০০ টাকা, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় ৫০০ টাকা, পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ৫০০ টাকা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ার সময় ৭০০ টাকা, অষ্টম শ্রেণীতে পড়ার সময় ৮০০ টাকা, নবম এবং দশম শ্রেণীতে পড়ার সময় ১ হাজার টাকা করে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে মেয়েটিকে যদি পড়াশুনা না করানো হয় তাহলে ৫০০ টাকা ছাড়া আর কোন অনুদান পাওয়া যায় না।
বালিকা সমৃদ্ধি যোজনায় কারা নাম লেখাতে পারবেন?
এই প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু প্রত্যেক কন্যা সন্তান পাবেন না। যারা দারিদ্র সীমার নিচে রয়েছে সেই পরিবারের মেয়েরাই শুধুমাত্র পাবে এই প্রকল্পের সুযোগ সুবিধা। এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন তারাই যারা বিপিএল অন্তর্ভুক্ত রয়েছেন। একটি পরিবারের সর্বোচ্চ দুটি মেয়ে এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। পরিবারে ২ টি কন্যা সন্তানের অধিক কোন কন্যা সন্তান থাকলে তারা এই প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পাবে না।
আরও পড়ুন : ৫ বছরে টাকা ডবল! সর্বোচ্চ ১৫ শতাংশের রিটার্ন দেবে LIC এর এই পলিসি
বালিকা সমৃদ্ধি যোজনায় কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য যেতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী বা স্বাস্থ্যপরিসেবা কেন্দ্রে। সংশ্লিষ্ট দপ্তর থেকে আবেদন পত্র তুলে সঠিক তথ্য পূরণ করে সেই দপ্তরে জমা দিলেই হবে।
আরও পড়ুন : ওয়ার্নিংয়ের মেয়াদ শেষ! এবার সরাসরি ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল RBI
বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের প্রয়োজনীয় নথি কি?
আবেদন করার জন্য পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, কন্যার জন্ম সার্টিফিকেট, পিতা মাতার পরিচয় পত্র, ডোমেসিয়াল সার্টিফিকেট, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ। প্রথম শ্রেণী থেকে শুরু করে সাবালিকা হওয়া পর্যন্ত আপনি আবেদন করতে পারেন এই প্রকল্পের অধীনে।