রাজা না হলেও অর্থের দিক থেকে ভারতীয় ধনুকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) হার মানিয়ে দেবেন যে কোন রাজাকে। মুম্বাইয়ের বুকে অবস্থিত আম্বানি পরিবারের অ্যান্টিলিয়া একটি আস্ত রাজপ্রাসাদ। গাড়ি থেকে দামি গয়না, কি নেই এই পরিবারের কাছে? একে অপরকে যে উপহার তারা দেন, তার দামও থাকে আকাশ ছোঁয়া। আজ আপনাদের বলব আম্বানি পরিবারের সদস্যদের একে অপরকে দেওয়া তেমনি কিছু দুর্মূল্য উপহারের কথা, যেগুলির দাম জানার পর চোখ কপালে উঠে যাবে আপনার।
১) ২০১৯ সালে আকাশ আম্বানি এবং শ্লোকা আম্বানির বিয়েতে নীতা আম্বানি তার বড় পুত্রবধূকে দিয়েছিলেন একটি বহু মূল্যবান নেকলেস। মোট ৯১টি হীরে দিয়ে তৈরি ছিল ওই নেকলেসটি। নেকলেসটির দাম ছিল ৪৫১ কোটি টাকা। Mouawad L’Incomparable নামের এই নেকলেসটি বড় পুত্রবধূ শ্লোকা আম্বানির ভীষণ পছন্দের।
২) ২০০৭ সালে মুকেশ আম্বানি তার স্ত্রীর ৪৪ তম জন্মদিনে একটি প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন। এই বিলাস বহুল প্রাইভেট জেটটির দাম ছিল ২৪০ কোটি টাকা। প্রাইভেট জেটটির নাম ছিল এয়ারবাস (A319)। নীতা আম্বানিকে প্রায়শই এই জেটটি করে বিদেশে ভ্রমণ করতে যেতে দেখা যায়।
৩) গতবছর নীতা আম্বানির জন্মদিনে মুকেশ আম্বানি তাকে দিয়েছিলেন Rolls-Royce Cullinan Black Badge SUV। এই গাড়িটির দাম প্রায় ১০ কোটি টাকা। এই গাড়িটি এখনো পর্যন্ত ভারতের সবথেকে দামি উপহার হিসেবে বিবেচিত হয়।
৪) গতবছর অর্থাৎ ২০২৩ সালের ১৯ জানুয়ারি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বাগদান পর্ব সারেন দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে। মুম্বাইয়ের বাড়িতেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে বিনোদন জগতের একাধিক তারকা।
আরও পড়ুন : নীতা আম্বানির এই হাতঘড়ির দাম কত? টাকার অংক আপনার কল্পনারও বাইরে
আরও পড়ুন : এই নায়িকাকে ভালোবেসে আজীবন বিয়েই করলেন না রতন টাটা, রয়ে গেলেন অবিবাহিত
ছোট ভাইয়ের বাগদান অনুষ্ঠানে বড় ভাই আকাশ আম্বানি তাকে দিয়েছিলেন 18K Panthere De Cartier Brooch। আকাশ আম্বানির উপহারটির দাম ছিল প্রায় ১৩,২১৮,৮৭৬ টাকা। মুকেশ আম্বানি ছেলেকে দিয়েছিলেন Bentley Continental GTC Speed। এই গাড়িটির দাম আনুমানিক ৪.৫ কোটি টাকা।