LIC : আপনি যদি আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করে আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাহলে অবশ্যই বেছে নিতে পারেন লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে (Life Insurance Corporation of India)। এই কোম্পানি শুধুমাত্র আপনার অর্থ সুরক্ষিত রাখে তা নয়, একটা সময় পর আপনাকে লাভজনক অর্থ প্রদান করে, পাশাপাশি আপনার পরিবারকেও সুরক্ষা প্রদান করে। গ্রাহকদের সুবিধার্থে এলআইসি (LIC) প্রায়ই নিত্যনতুন স্কিম নিয়ে আসে, যেখানে লাভজনক অফার পান গ্রাহকরা। আজ আপনাকে জানাবো এলআইসির তেমনই কিছু দুর্দান্ত স্কিম সম্পর্কে বিস্তারিত।
LIC -র সেরা ৫টি প্ল্যান
LIC’s New Jeevan Shanti (Plan No 858)
এলআইসি নতুন জীবন শান্তি (প্ল্যান নম্বর ৮৫৮) : এই প্ল্যানটি ডিজাইন করা হয়েছে কর্মরত ব্যক্তি অথবা ব্যবসায়ীদের জন্য, যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। যারা তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই প্রকল্পটি একেবারে যথাযথ। বার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে এই প্ল্যানে সুদের হার বাড়ানো হয়েছে গত বছরের ৫ জানুয়ারি থেকে।
LIC’s Jeevan Azad (Plan No 868)
এলআইসি জীবন আজাদ প্ল্যান (প্ল্যান নম্বর ১৮৮) : এই স্কিমটি শুরু হয়েছিল ২০২৩ সালের ২০ জানুয়ারি। এটি একটি সীমিত প্রিমিয়াম পেমেন্ট এনডাউমেন্ট প্ল্যান যা ম্যাচিউরডের সময় বিনিয়োগকারীর মৃত্যু হলে পরিবারকে একটি ভাল অ্যামাউন্টের অর্থ প্রদান করে। তবে মেয়াদ পূর্তির সময় যদি বিনিয়োগকারী জীবিত থাকেন সে ক্ষেত্রেও তিনি পেয়ে যাবেন একটি গ্যারান্টি যুক্ত অর্থ।
LIC’s Jeevan Kiran (Plan No 870)
এলআইসি জীবন কিরণ প্ল্যান (প্ল্যান নম্বর ৮৭০) : এই প্ল্যানটি ২০২৩ সালের ২৭ জুলাই চালু করা হয়েছে। এই পলিসিটি একটি সঞ্চয়কারী জীবন বীমা পরিকল্পনা। এই পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছর পর্যন্ত। সর্বনিম্ন ৩ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন এই প্রিমিয়ামে। এই প্ল্যানে ন্যূনতম লাইফ কভারেজে আপনি পেয়ে যাবেন নিশ্চিত ১৫ লক্ষ টাকা।
LIC’s Jeevan Utsav (Plan No 871)
এলআইসি জীবন উৎসব (প্ল্যান নম্বর ৮৭১) : এই পলিসিটি হল একটি ব্যক্তি, সঞ্চয় এবং জীবন বীমা পরিকল্পনা। ২০২৩ সালের ২৯ নভেম্বর এই প্ল্যানটি চালু হয়। এই প্ল্যানে ১০% আয়ের সুযোগ সুবিধা দেয় এলআইসি। এই প্ল্যানের মেয়াদ ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত। বয়স হতে হবে নূন্যতম ৮ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে।
আরও পড়ুন : বিনিয়োগের উপর ৯% সুদ! লাখপতি হওয়ার সুযোগ দিচ্ছে LIC এর এই পলিসি
LIC’s Jeevan Shiromani (Plan No 947)
এলআইসি জীবন শিরোমনি (প্ল্যান নম্বর ৯৪৭) : এই প্ল্যানটি ২০১৭ সালের ১৯ ডিসেম্বর ঘোষণা করা হয়েছিল। এই স্কিমে আপনি ৪ বছরে ১ কোটি টাকার কভারেজ পাবেন। এটি একটি নন লিংকড, সীমিত প্রিমিয়াম পেমেন্ট মানি ব্যাক প্ল্যান। এই পলিসি মেয়াদে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিনিয়োগকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ ৫৫ বছর। নূন্যতম ১ কোটি টাকা বিমাকৃত অর্থ হিসেবে ধরা হয়। বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এই প্ল্যানে।
আরও পড়ুন : ৫ বছরে টাকা ডবল! সর্বোচ্চ ১৫ শতাংশের রিটার্ন দেবে LIC এর এই পলিসি
এই প্ল্যানে মাত্র ৪ বছর বিনিয়োগ করলেই হবে। এই পলিসির ১৪ বছরের প্ল্যানের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫৫ বছর, ১৬ বছরের প্ল্যানের ক্ষেত্রে ৫১ বছর, ১৮ বছরের প্ল্যানের জন্য ৪৮ বছর, ২০ বছরের প্ল্যানের জন্য ৪৫ বছর নির্ধারিত করা হয়েছে। এই প্ল্যানটিতে বিনিয়োগ করলে আপনি কর ছাড়ও পাবেন। আপনার বিনিয়োগের ওপর নির্ভর করে ঋণ পেতে পারেন আপনি। তবে এই ঋণ দেওয়া হবে শুধুমাত্র এলআইসি- র শর্ত অনুযায়ী।