Negative Energy : আমরা অদৃষ্টে বিশ্বাস করি , দুর্ঘটনা বা সমস্যা ঘটলে তা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজি। সেই সমস্ত থেকে বরিত থাকতে একটি ছোটো টোটকা আপনার জীবনের অনেক বড় কাজে আসতে পারে। একটি কাঁচের গ্লাসে জল (Water) আর লেবু (Lemon) নিয়ে সদর দরজার পাশে রেখে দিলে অনেক উপকার হয়। গৃহস্থের অন্দরের নেগেটিভ শক্তি (Negative Energy) -র প্রকোপ কমে যায়।
যদি কাঁচের গ্লাসে লেবুটা রাখা মাত্রই লেবু জলের নীচে চলে যায় তাহলে বুঝবেন আপনার আশেপাশে নেগেটিভ এনার্জির মাত্রা ভীষণভাবে বেড়ে গেছে। আর যদি দেখেন লেবুটা জলে ভাসছে, তাহলে চিন্তার কোনও কারণ নেই।
বাস্তুবিদদের মতে, লেবু-জলের মধ্যে রাখার কয়েকদিনের মধ্যে যদি লেবুটা নষ্ট হয়ে যায় তাহলে চিন্তার বিষয়। কারণ, নেগেটিভ শক্তির প্রকোপ বাড়তে পারে। এই ঘটনা ঘটলে রাস্তায় সাবধানে থাকতে হবে পাশাপাশি পরিবারের সকলকেই সাবধানে থাকা উচিত। গ্লাসের জলটা যদি অল্প দিনেই ঘোলা হয়ে গিয়ে থাকে, তাহলে জানবেন গ্লাসে থাকা জলটা নেগেটিভ এনার্জিকে শোষণ করছে, তাই এমন ঘোলা হয়ে গেছে।
লেবু-জল গ্লাস রাখার নিয়ম –
বাড়ির ভিতরের প্রধান দরজার সামনে গ্লাসটা রাখতে হবে। এমনটা করলে বাড়ির অন্দরে থাকা খারাপ শক্তির প্রভাব তো কমবেই, সেই সঙ্গে পজিটিভ এনার্জি বাড়ায়। তবে কিছু দিন অন্তর অন্তর তা বদলে দিতে হয়।
লেবু জলের উপকারিতা-
১. সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে: পরিবারের শান্তি যেমন ফিরে আসে আর্থিক অবস্থারও উন্নতি ঘটে। লেবু জল সংসারের বা বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে শোষন করে পজিটিভ মাত্রা বাড়িয়ে দেয়।
আরও পড়ুন : টাকা-পয়সায় উথলে পড়বে সংসার! পুজোর ঘরে অবশ্যই রাখুন এই সমস্ত জিনিস
২. বাস্তু দোষ কেটে যায়: বাস্তু বিদদের মতে সংসারে অশান্তির কারণ হতে পারে বাস্তু দোষ। তাই এই বাস্তু দোষকে কাটানোর জন্য অনেকেই চেষ্টা করে থাকেন। তবে বাস্তুদ দোষ কাটাতে কোনো জ্যোতিষবিদ নয় লেবু জলই বেস্ট টোটকা।
৩.কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ প্রশস্ত হয়: কর্মক্ষেত্রে উন্নতি চাইলে তাহলে ৯টা লেবু একটি সেরেমিক পাত্রে রেখে ফ্রিজে রেখে দিতে হবে। এমনটা করলে দেখবেন সফলতার স্বাদ পেতে সময় লাগবে না। তার সাথে বাড়বে মনের জোর।
আরও পড়ুন : স্ত্রীর মধ্যে কোন কোন গুণ খোঁজে ছেলেরা? বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ আজকের পুরুষদের?
৪. বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে: বৈবাহিক জীবন সুখী করতে তিনটি লেবু একটি জলভর্তি গ্লাসে নিয়ে তা শোবার ঘরে রেখে দিন। আর নির্দিষ্ট সময় অন্তু অন্তু লেবু ও জল বদলাতে থাকুন।