Traffic Rules and Fines : বর্তমান সময়ে মানুষের সঙ্গে সঙ্গে বাড়ছে গাড়ির সংখ্যাও। আর তার জন্য সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ। তাই মানুষকে সচেতন করতে ট্রাফিক আইন (Traffic Rules) বেশ কঠিন করা হয়েছে। বাইক চালানোর সময় হেলমেট পড়া কিংবা গাড়ি চালানোর সময় সিট-বেল্ট লাগানো একেবারে অতি আবশ্যক, না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে শুধু জরিমানাতেই থেমে থাকছে না নতুন ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট’ (Motor Vehicle Act)। সঙ্গে হতে পারে জেলও। চলুন জেনে নিই কোন ট্রাফিক নিয়ম না মানলে কত টাকা জরিমানা হবে।
কোন ট্রাফিক আইন ভাঙলে কত জরিমানা?
হেলমেট না পড়লে কত টাকা জরিমানা?
১) বাইক, স্কুটি এগুলো সাধারণ মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য মূল যানবাহন হয়ে উঠেছে। কিন্তু অনেকেই আছেন যারা বাইক চালালেও হেলমেট পড়তে চাই না। তাই তাদের কপালে নাচতে পারে মোটা জরিমানা। কারণ বিনা হেলমেটে বাইক চালালে প্রথমদফায় আপনাকে ১০০০ টাকা জরিমানা করা হবে। পরের বারগুলিতেও একই ভুল করলেও ১০০০ জরিমানা দিতে হবে আপনাকে।
স্পীড লিমিট না মানলে কত টাকা জরিমানা?
২) কলকাতার প্রতিটি রাস্তায় রয়েছে স্পিড লিমিট। সবসময় এই স্পিড লিমিটের মধ্যেই গাড়ি ও বাইক চালাতে হবে চালকদের। যদি স্পিড লিমিট অতিক্রম করে জোরে গাড়ি চালান, সেক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে জরিমানা। প্রথমবার এই অপরাধ করার জন্য আপনাকে ১০০০ টাকা জরিমানা করা হবে। এরপরেও একই অপরাধ করলে আপনাকে দিতে হবে ২০০০ টাকা জরিমানা।
পলিউশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে কত টাকা জরিমানা?
৩) Pollution Under Control বা PUC সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানো একটি মারাত্মক অপরাধ। আপনার গাড়ির মাধ্যমে হওয়া দূষণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কিনা সেটা জানা আপনার নৈতিক কর্তব্য। PUC সার্টিফিকেট ছাড়া গাড়ি অথবা বাইক চালালে আপনার ২০০০ টাকা জরিমানা হতে পারে।
ট্রাফিক সিগনাল না মানলে কত টাকা জরিমানা?
৪) গাড়ি চালানোর সময় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটি হলো ট্রাফিক সিগন্যাল। রাস্তায় সবসময় সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত। তবে ট্রাফিক সিগন্যাল না মানলে আপনাকে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। প্রথম অপরাধের জন্য আপনাকে দিতে হবে ৫০০ টাকার জরিমানা। দ্বিতীয়বার থেকে ১৫০০ টাকা জরিমানা দিতে হবে আপনাকে।
ড্রাইভিং লাইসেন্স না থাকলে কত টাকা জরিমানা?
৫) যারা গাড়ি চালান তাদের প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত। কারণ লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো একটি অপরাধমূলক কাজ। তাই লাইসেন্স ছাড়া কখনই গাড়ি বা বাইক চালাবেন না। বিনা লাইসেন্সে গাড়ি অথবা বাইক চালালে ৫০০০ টাকা জরিমানা করা হবে আপনাকে।
আরও পড়ুন : ১৮ না হতেই বাইক চালাচ্ছে ছেলে? এবার বাবা-মাকে দেওয়া হবে এই শাস্তি
গাড়ির রেজিস্ট্রেশন না থাকলে কত টাকা জরিমানা?
৬) আপনি যদি নতুন গাড়ি কেনেন অবশ্যয় সবার আগে গাড়িটি নিজের নামে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। কারণ রেজিস্ট্রেশন না হওয়া গাড়ি রাস্তায় চালানো আইনত দন্ডনীয় অপরাধ। রেজিস্ট্রেশনের মাধ্যমেই গাড়ির মালিকানা নির্ধারিত হয়। রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে আপনাকে দিতে হতে পারে ৫০০০ টাকার জরিমানা।
আরও পড়ুন : প্রকাশ্যে এল বিশ্বের ধনী দেশের তালিকা, তালিকায় ভারতের নম্বর কত?
মদ্যপান করে গাড়ি চালালে কী শাস্তি?
৭) অনেকেই আছেন যারা গলা পযন্ত ড্রিংক করে গাড়ি চালান। তবে এত আইনত দন্ডনীয় অপরাধ। কারণ এতে অনেক বড়সড় দুর্ঘটনা ঘটতে পরে। তাই যদি আপনি ড্রিঙ্ক করে থাকেন, তাহলে আপনার গাড়ির স্টিয়ারিং-এ ভুলেও হাত দেবেন না। এই অপরাধের জন্য আপনার ৬ মাসের জেল এবং ১০০০০ টাকা জরিমানা হতে পারে।