Student Internship Scheme : পড়ুয়া থেকে শুরু করে বেকার যুবক-যুবতী, সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছে। লক্ষীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রীর সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনলেন নতুন আরও বেশ কিছু প্রকল্প। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে বসে মুখ্যমন্ত্রী আরও কিছু নতুন প্রকল্পের সূচনা করলেন।
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প কী?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যোগ্যশ্রী নামের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। তাতে রাজ্যের পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে এর থেকে বড় আরও একটি প্রকল্প চালু করেছেন তিনি। নাম তার স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প। এতে সরাসরি কাজের সুযোগ পাবেন রাজ্যের বেকার ছেলেমেয়েরা।
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কোথায় কাজের সুযোগ মিলবে?
রাজ্যে পঠনপাঠনরত ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা করতে করতেই হাতে-কলমে কাজ শিখে নিজেদের চাকরির জন্য প্রস্তুত করতে পারেন তার জন্য নতুন স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী। এতে সরকারের অধীনস্থ বিভিন্ন ব্লক, মিউনিসিপালিটি, জেলা অফিস সহ সরকারি দপ্তরগুলোতে কাজ করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কত টাকা পাওয়া যায়?
যারা এই প্রকল্পের আওতায় কাজ করতে চান তাদেরকে শুধু কাজ শেখানো হবে না, সেই সঙ্গে প্রতি মাসে তাদের স্টাইপেন্ড বাবদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ সরকারি কাজে প্রশিক্ষণ নেওয়ার সঙ্গে সঙ্গে মাসে মাসে মোটা টাকা উপার্জন করতে পারবেন তারা।
আরও পড়ুন : মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কে? কে নেবে বাংলার দায়িত্ব?
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোনো পরীক্ষাতে যারা ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন তারা প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন।
আরও পড়ুন : ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! প্রতিমাসে ৫০০০ টাকা পাবেন বাংলার মহিলারা, আবেদন করুন এইভাবে
স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পে কী কী সুবিধা পাবেন?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে এই ইন্টার্নশীপ করানো হবে। যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি রিনিউ করানো হবে। অর্থাৎ এক বছরের জন্য নিয়োগ করা হলেও যারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে উন্নীত হবেন তারা চাকরি কন্টিনিউ করতে পারবেন। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সার্টিফিকেট চাকরির বাজারে চাকরি প্রার্থীদের এগিয়ে রাখবে।