আর বৈধ নয় ২ বছরের B.Ed কোর্স! নতুন নির্দেশ NCTE -এর

4 Years Integrated B.Ed Course : এখন থেকে আর বৈধ নয় ২ বছরের B.Ed কোর্স। উচ্চ শিক্ষার স্তরে শিক্ষকতার ক্ষেত্রে এতদিন B.Ed কোর্স বাধ্যতামূলক ছিল। B.Ed ছাড়া এতদিন পরীক্ষাতেই বসতে পারতেন না চাকরি প্রার্থীরা। তবে সম্প্রতি NCTE দুই বছরের B.Ed কোর্স নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে নতুন চার বছরের স্পেশাল B.Ed কোর্স। এরপর আর দুই বছরের B.Ed কোর্সের বৈধতা থাকবে না।

জাতীয় শিক্ষানীতি ২০২০

নতুন শিক্ষা নীতির আওতায় ৪ বছরের জন্য বিশেষ এই B.Ed কোর্স চালু করা হবে। রিহ্যাবলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার (RCI) তরফ থেকে এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই খবর। RCI এর সার্কুলার অনুসারে দুই বছরের B.Ed বিশেষ শিক্ষার কোর্সের অনুমোদন বন্ধ হল। জাতীয় শিক্ষক-শিক্ষা পরিষদের সমন্বিত BA-B.Ed প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি করবে NCTE।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শিক্ষকদের দক্ষতা বিকাশের জন্য NCTE-NEP অধীনে সমন্বিত শিক্ষক-শিক্ষার প্রোগ্রাম অর্থাৎ চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হবে। যার জন্য সিলেবাস প্রস্তুত করার কাজ শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই দুই বছরের বিএড কোর্সের তুলনায় বিশদে আরো গভীরে তৈরি হবে সিলেবাস এই চার বছরের ইন্টিগ্রেটেড কোর্সে

চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সের সিলেবাসে কী কী থাকবে?

NCTE -র নতুন পরিকল্পনা অনুসারে চার বছরের বিএড ইন্টিগ্রেটেড কোর্সে সব ধরনের শিশুর চাহিদার কথা মাথায় রেখে পাঠক্রম তৈরি করা হবে। বিশেষভাবে সক্ষম শিশুদের শেখানোর জন্য প্রশিক্ষণ থাকবে সিলেবাসের মধ্যে।

কারা আবেদন করতে পারবেন চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্সের জন্য?

দ্বাদশ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এবার থেকে এই চার বছরের ইন্টিগ্রেটেড B.Ed কোর্সে ভর্তি হতে পারবেন। এবার থেকে আর প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য আলাদা আলাদা কোর্স করতে হবে না। এই একটি কোর্স করলেই দুই ক্ষেত্রে আবেদন করা যাবে। তার জন্যই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

D.EL.ED ও B.Ed Course কোর্সগুলোর কী হবে?

চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হলে আলাদা করে D.EL.ED এবং শুধু B.Ed কোর্স আর থাকবে না। এতদিন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য D.EL.ED কোর্স এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক হওয়ার জন্য B.Ed কোর্স বাধ্যতামূলক ছিল। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কোর্সগুলো আর বৈধ নয়।

আরও পড়ুন : ২৩,৫৪৯ শিক্ষক-অশিক্ষক কর্মীকে নোটিশ! কলকাতা হাইকোর্টের পদক্ষেপে তোলপাড় বাংলা

চার বছরের ইন্টিগ্রেটেড B.Ed কোর্সের শিক্ষাগত যোগ্যতা কী?

উচ্চ মাধ্যমিক পাস করার পরপরই BA-B.Ed অথবা B.Sc-B.Ed কোর্সে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। এর জন্য তাদের উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুন : দুর্নীতির প্রমাণ! কোথায় গেল টেটের ২২ লক্ষ OMR? বিস্ফোরক তথ্য দিল সিবিআই

যাদের D.EL.ED ও B.Ed ডিগ্রী রয়েছে তাদের কী হবে?

যারা ইতিমধ্যেই D.EL.ED এবং B.Ed কোর্স করে ফেলেছেন বা বর্তমানে করছেন তাদের ক্ষেত্রেই কেবল এই কোর্স বৈধ। D.EL.ED ডিগ্রিধারীরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন। B.Ed ডিগ্রীধারীরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষক হতে পারবেন। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষা খাওয়ার জন্য এম এ কিংবা এমএসসি এবং B.Ed বাধ্যতামূলক রয়েছে এখন।