Mobile Phone Scams : মোবাইল ফোন (Mobile Phone) ছাড়া আমাদের জীবন এখন একেবারেই অচল। তবে এই মুঠোফোনে যেমন আমাদের কাছে ধরা দিচ্ছে গোটা পৃথিবী, তেমনি প্রচুর প্রতারণার মুখোমুখি হতে হচ্ছে সকলকে। এই মুহূর্তে অনেকের কাছেই আসছে মোবাইল ভেরিফিকেশনের ফোন। মোবাইল নম্বর যাচাই অথবা সংযোগ বিচ্ছিন্ন করার মতো কোনো বার্তা যদি পেয়ে থাকেন আপনিও, তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কি কি বিষয়ে সতর্কতা জারি করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) ওরফে TRAI? জানুন।
কেন তৎপর হল TRAI?
প্রায় প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের কাছে কখনো না কখনো এসেছে সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে ভুয়ো ফোন। কোন অজ্ঞাত নম্বর থেকে আপনিও নিশ্চয়ই বার্তা পেয়েছেন আপনার মোবাইল নম্বর যাচাই বা সংযোগ বিচ্ছিন্ন করার? সাড়া দিতে গিয়েই হয়ে গেছেন প্রতারণার শিকার। এমন অভিযোগ বহু দিন ধরে শোনা যাচ্ছে, তাই এবার মানুষকে এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামল টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া।
কী সতর্কবার্তা দিল TRAI?
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি একটি সতর্কতা জারি করেছেন এই বিষয়ে। TRAI জানিয়েছেন, যাদের কাছে মোবাইল নম্বর বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে, তারা যেন অবিলম্বে অভিযোগ দায়ের করেন। এছাড়াও টেলিকম নিয়ন্ত্রকের তরফ থেকে প্রত্যেকের মোবাইল ফোনে একটি করে বার্তা পাঠানো হবে, যাতে মানুষ আরো বেশি সচেতন হয়ে থাকেন এই সমস্ত প্রতারণামূলক ক্রিয়া-কলাপ সম্পর্কে।
কীভাবে প্রতারণার ফাঁদে পড়ছেন স্মার্টফোন ব্যবহারকারীরা?
ট্রাই-এর তরফ থেকে জানানো হয়েছে, ট্রাই কখনো কোন মেসেজ পাঠায় না, বা মোবাইল নম্বর গুলির বেআইনি কার্যকলাপের জন্য কোন বার্তা পাঠায় না বা কোন কল করে না। ট্রাই-এর নামে এই ধরনের কোন মেসেজ বা কল এলে আগে থেকেই সাবধান হয়ে থাকবেন। ট্রাই কখনোই ভেরিফিকেশন, ডিসকানেকশন বা রিপোর্টিং এর জন্য কোন ফোন করে না।
আরও পড়ুন : মাত্র ৬০০০ টাকায় ১২GB RAM, ওয়াটারপ্রুফ 5G মোবাইল! জলের দরে কিনুন নতুন স্মার্টফোন
অচেনা নম্বর দেখলেই সাবধান
প্রতারণা প্রসঙ্গে ট্রাই-এর সচিব ভি রঘুনন্দন বলেছেন, “এই ধরনের প্রতারকরা বিভিন্ন মানুষকে ফোন করে এবং তাদের আধার কার্ডের নম্বর হাতিয়ে নেয়। এরপর সিম কার্ড বের করে নেয় এবং ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নেয়। শুধু তাই নয়, ফোন নাম্বার কাজে লাগিয়ে যে কোনো অবৈধ কার্যকলাপ করতে পারে প্রতারকেরা। এই ধরনের কোন ফোন করার অনুমতি কোন সংস্থাকে দেয়নি ট্রাই। তাই কোন অচেনা নম্বর রিসিভ করার আগে ১০ বার ভেবে নেবেন।”
আরও পড়ুন : ফ্রি-পরিষেবার দিন শেষ! What’sApp ব্যবহার করতে এবার থেকে প্রতিমাসে দিতে হবে টাকা
মোবাইল ফোন প্রতারণার শিকার হলে কী করবেন আপনি?
আপনার কাছে যদি এমন কোন ফোন এসে থাকে বা আপনি যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে জানাতে হবে ঘটনাটি। www cybercrime.gov.in এই পোর্টালে গিয়ে অবশ্যই আপনার অভিযোগ জানাতে পারেন। এছাড়া সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০- তে অভিযোগ দায়ের করতে পারেন।