South Bengal Weather : দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে যেন এবার জাঁকিয়ে শীত (Winter) একেবারেই পড়ছে না। একদিকে যেমন কুয়াশা তেমন অন্যদিকে পারদের উঠানামা আবহাওয়ার রূপটাই পাল্টে দিচ্ছে। পৌষ সংক্রান্তির আগেই কি তাহলে বিদায় নেবে ঠান্ডা? বারবার আসা পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কি হল এমন ভোল বদল?
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা
এই মুহূর্তে গোটা দেশজুড়ে কুয়াশার দাপট চলছে। ঠান্ডা থাকলেও তা বারবার কমছে বাড়ছে। এর মধ্যেই এবার জানুয়ারি মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্জা বয়ে যাবে যার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিংপং জেলায়।
এখনই বিদায় নিচ্ছে না শীত
বৃষ্টি মানেই আকাশের মুখ ভার আর তাপমাত্রা বেড়ে যাওয়া। আবহাওয়ার এই হাবভাব দেখে অনেকেই মনে করছেন, তাহলে হয়তো পৌষ সংক্রান্তির আগেই হয়তো শীত বিদায় নেবে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা। ফলে এখন ঠান্ডাকে উপেক্ষা করা মানেই শারীরিক সমস্যাকে দেখে আনা।
কয়েকদিনের মধ্যেই তাপমাত্রায় আসবে বড় পরিবর্তন
আলিপুর দপ্তর জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকেই হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন। কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। কলকাতার তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যেই নেমে যাবে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বোঝাই যাচ্ছে শীত দ্বিতীয় ইনিংস খেলতে চলেছে আগামী শুক্রবার থেকে।
আজ সারাদিন কলকাতার তাপমাত্রা
আজ বৃহস্পতিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩% এবং নূন্যতম ৮%। কলকাতার আবহাওয়া আপাতত থাকবে শুষ্ক।
আরও পড়ুন : লক্ষীর ভান্ডার অতীত! বাংলার মহিলাদের মাসে মাসে ৭৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার
আজ উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দার্জিলিং-এর তাপমাত্রা থাকবে ৫ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় ১১ ডিগ্রি সেলসিয়াস, কালিংপং এ ১০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১৩ ডিগ্রি সেলসিয়াস, মালদায় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখন বেশ উর্ধ্বমুখী রয়েছে।
আরও পড়ুন : বাতিল হবে কয়েক কোটি রেশন কার্ড! আপনার নাম নেই তো?
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৩.৩°, দীঘায় ১৫.৪ ডিগ্রি, কৃষ্ণনগরে ১০.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি, বর্ধমান ১৩ ডিগ্রী, কাঁথিতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে এই তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই আরো ৪ ডিগ্রী কমে যাবে বলে ধারণা আলিপুর আবহাওয়া দপ্তরের।