Gold Price Today : জানুয়ারি মাস মানেই বিয়ের মরসুম চলছে। এই সময় ঘরে ঘরে সোনা কেনার হিড়িক বেড়ে যায়। যারা বিয়ের অনুষ্ঠানের জন্য সোনা কিনতে চাইছেন তাদের জন্য আজ রয়েছে একটা সুবর্ণ সুযোগ। আর দেরি না করে এখনি চলে যান সোনার দোকানে। কারণ বৃহস্পতিবার অর্থাৎ ১১ ই জানুয়ারি সোনার দামে ব্যাপক ছাড় রইল। দেখে নিন এক নজরে।
আজকের সোনার দাম
মঙ্গলবার এবং বুধবার, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের এই দুইদিন পরপর সোনার দাম কমেছিল। বৃহস্পতিবার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ কম দামেই আপনি কিনে ফেলতে পারবেন সোনার গয়না। রুপোর দামেও আজ কোনো পরিবর্তন হয়নি। আজ সোনা এবং রুপোর দাম কেমন রয়েছে দেখে নিন।
২২ ক্যারেট সোনার দাম
গতকালের তুলনায় যেহেতু আজ সোনার দামে কোনো পরিবর্তন হয়নি তাই ২২ ক্যারেট সোনার দামেও পরিবর্তন হয়নি। ১১ই জানুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রইল ৫৭,৭০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ ৫ লক্ষ ৭৭ হাজার টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
নিখাদ এবং সবথেকে ভালো মানের সোনা হল ২৪ ক্যারেটের সোনা। যার দশ গ্রামের দাম আজ ৬২৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ ৬ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন : লক্ষীর ভান্ডার অতীত! বাংলার মহিলাদের মাসে মাসে ৭৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার
১৮ ক্যারেট সোনার দাম
আজ লাইট ওয়েট বা হালকা গয়না যারা কিনতে চাইছেন তারা ১০ গ্রাম সোনা কিনতে পারবেন ৪৭ হাজার ২১০ টাকায়। ১০০ গ্রাম সোনা কিনতে হলে লাগবে ৪ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা।
আরও পড়ুন : শিয়রে বিপদ! ভারতের সব মোবাইল ব্যবহারকারীকে সতর্ক করলো TRAI
আজকের রুপোর দাম
সোনার মত আজ রুপোর দামও বদলায়নি। ১ কেজি রুপো কিনতে গেলে আজ ৭৬ হাজার ৬০০ টাকা খরচ পড়বে।