BJP Loksabha Candidates : আর কিছু মাসের মধ্যেই হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। নির্বাচনের আগে প্রত্যেকটি দল নিজেদের ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করেছে। আজ আপনাদের জানাবো এ বছর বিজেপির (BJP) তরফ থেকে কাদের দেওয়া হবে ভোটের টিকিট আর কাদের সরিয়ে দেওয়া হবে ভোটের প্রার্থী তালিকা থেকে।
কবে হবে ২০২৪ লোকসভা নির্বাচন?
গত দুটি লোকসভা নির্বাচনে ব্যাপক আসনে জয়যুক্ত হয়েছিলেন বিজেপি। চলতি বছরেও সেই জয়যাত্রা অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে মোদি সরকারের। যদিও বিরোধী দলের নেতা-নেত্রীরাও এই বছর কোমর বেঁধে মাঠে নামতে চলেছেন। ফলে বোঝাই যাচ্ছে এই বছর কড়া টক্কর হতে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে। দিনক্ষণ এখনো ঠিক না করা হলেও জানা যাচ্ছে মার্চ মাসে শেষের দিকেই হবে এই নির্বাচন।
কবে প্রকাশিত হবে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা?
নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না করা হলেও জানা গেছে, চলতি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রার্থী তালিকা ঠিক করা হবে। তবে সেই তালিকা প্রকাশ করা হবে ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর। প্রতিবছরের মতো এই বছরেও ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।
BJP প্রার্থী তালিকায় কাদের নাম থাকবে?
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। গত লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালে ঠিক একই ভাবে প্রথম তালিকায় ছিল এই দুই শীর্ষ নেতার নাম। পরবর্তী সময়ে জানানো হয় বাকি প্রার্থীদের নাম।
আরও পড়ুন : ২০২৪ -এর নির্বাচনের আগে লাগু হবে CAA! আসলে কী এই আইন? জানুন বিস্তারিত
BJP প্রার্থী তালিকা থেকে কাদের বাদ দেওয়া হবে?
চলতি বছরে প্রার্থী নির্বাচন করার সময় বিজেপি যে প্রক্রিয়া অনুসরণ করবেন, তাতে অনেক জনপ্রিয় বিজেপি নেতারা টিকিট নাও পেতে পারেন। বিজেপি সূত্র থেকে জানা গেছে, বেশ কয়েকটি দিক বিবেচনা করেই বিজেপি এমন সিদ্ধান্ত নেবে। জানা গেছে, এই বছর লোকসভা নির্বাচনে নতুন মুখদের নিয়ে লড়াইতে নামবে বিজেপি। এই বছর যাদের বয়স ৭০ পেরিয়ে গেছে অথবা যারা ৩ বারের বেশি জিতে সংসদ হয়েছেন তাদের দেওয়া হবে না টিকিট। এবছর নতুনদের নিয়ে অন্তত ৫০ শতাংশ আসন পাওয়ার লক্ষ্যে রয়েছে বিজেপি।
আরও পড়ুন : ভোটার কার্ডে নাম ভুল আছে? ঘরে বসে বসেই সংশোধন করুন এইভাবে
এই বছর বিজেপির প্রথম তালিকায় সেই সমস্ত প্রার্থীরা থাকবেন যারা এর আগে জেতেননি অথবা কম ব্যবধানে জিতেছেন। এছাড়াও যারা আগে কখনো ভোটে দাঁড়াননি তাদেরকেও এই বছর প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন মোদি সরকার।