Rohit Sharma New Record : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (India-Afghanistan T20 Match) ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছে এই ক্রিকেটারকে। তবে শূন্য রানে আউট হলেও রোহিত শর্মা টি-টোয়েন্টি ম্যাচে এমন একটি রেকর্ড গড়ে তুলেছেন, যা এর আগে কোন পুরুষ ক্রিকেটার তৈরি করতে পারেননি।
আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য রানে ফিরলেন রোহিত শর্মা
গত বৃহস্পতিবার মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শুভমন গিলের সামান্য একটি ভুলের কারণে মাত্র দুটি বল খেলেই শূন্য রানে আউট হন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই রোহিত শর্মার এই পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে ভক্তদের। কিন্তু এর মাঝেই এসেছে আরো একটি সুখবর।
রোহিত শর্মার নতুন রেকর্ড
৪২৭ দিন পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেললেও প্রত্যাবর্তন একেবারেই সুখকর ছিল না। তবে রোহিত শর্মার নেতৃত্বে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়া জিতল ১০০টি ম্যাচ। এই রেকর্ড আজ পর্যন্ত কোন পুরুষ ক্রিকেটারের ছিল না। আফগানিস্তানের বিরুদ্ধে শুন্য রান করলেও রোহিত শর্মার নাম যুক্ত হল নতুন রেকর্ডে।
মহিলারা এগিয়ে পুরুষদের থেকে
রোহিত শর্মা ছাড়া অন্য যে সমস্ত ক্রিকেটার রয়েছেন তারা এই রেকর্ডের থেকে রয়েছেন অনেক দূরে। স্বাভাবিকভাবেই এই রেকর্ড ভাঙা একেবারেই সহজ নয় কোন পুরুষ ক্রিকেটারদের পক্ষে। যদিও রোহিত শর্মার অনেক আগেই মহিলা ক্রিকেটাররা এই রেকর্ড ভেঙেছেন।
আরও পড়ুন : বিরাট, রোহিত নাকি সূর্যকুমার? টি-টোয়েন্টি বিশ্বকাপে কে হবেন ভারতের ক্যাপ্টেন?
রোহিত শর্মার আগে এই রেকর্ড ভেঙেছেন যে মহিলারা
ইংল্যান্ডের ড্যানি ওয়াট ১১১ টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলেন। তার আগে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জিতেছিলেন ১০০টি ম্যাচ। তবে মহিলাদের নাম থাকলেও এই রেকর্ডে ছিল না কোন পুরুষ ক্রিকেটারের নাম। রোহিত শর্মার দ্বারা তৈরি করা এই রেকর্ড নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের মুকুটে আরো একটি পালক জুড়ে দিল।
আরও পড়ুন : বিরাট কোহলির জন্য বিরাট ক্ষতি হয়ে গেল বাবর আজমের! মাথায় হাত পাকিস্তানের
রোহিতের ধারে কাছে নেই বিরাট কোহলিও
প্রসঙ্গত, রোহিত শর্মা ছাড়াও শোয়েব মালিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জিতেছেন ৮৬ টি ম্যাচ। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া জিতেছে ৭৩ টি ম্যাচ। মোহাম্মদ হাফিজ এবং মোহাম্মদ নবি দুজনেই ৭০ টি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছেন। বোঝাই যাচ্ছে, রোহিত শর্মার এই রেকর্ড এই মুহূর্তে ভাঙা আর সম্ভব নয় অন্য কোন পুরুষ ক্রিকেটারদের পক্ষে।