Republic Day Sale : সেল সেল সেল!! স্মার্ট ফোন, টিভি বা ফ্রিজ কিনবেন ভাবছেন? ভালো অফার পাচ্ছেন না? তাহলে আপনার জন্য এসে গেছে সুখবর। Flipkart এবং Amazon এই দুই ই-কমার্স সাইট ইতিমধ্যেই রিপাবলিক ডে সেলের ঘোষণা করে দিয়েছে। আগামী ১৪- ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সেল। এই সেলে ঠিক কেমন অফার পাবেন আপনি? কতদিন থাকবে এই অফার! জানুন।
রিপাবলিক ডে সেল ২০২৪
প্রথমেই বলে রাখি, এই সেল ১৪ই জানুয়ারি থেকে শুরু হলেও যারা প্রাইম মেম্বার, তারা ১৩ই জানুয়ারি থেকেই এই সেলের সুযোগ-সুবিধা পাবেন। বাকিরা ১৪ই জানুয়ারি থেকে সেলে কেনাকাটা করতে পারবেন। ভারতের দুই সর্ববৃহৎ ই-কমার্স সাইটের সেল এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
অ্যামাজন রিপাবলিক ডে সেল
Amazon-এ গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হবে আগামী ১৩ জানুয়ারি থেকে, চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত। স্মার্টফোনের ওপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে এই সময়। স্মার্ট ফোন ছাড়াও ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের উপর থাকবে ৭৫% ছাড়। ৬৫% ছাড় পেয়ে যাবেন স্মার্ট টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজের ওপর।
এই সেলে EMI – এর জন্যেও রয়েছে অতিরিক্ত ছাড়। যারা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইতে কেনাকাটা করবেন তারা পেয়ে যাবেন অতিরিক্ত ১০% ছাড়। নো – কস্ট EMI অথবা এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে এই আরো কিছুটা বেশি ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা।
ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল
১৩ই জানুয়ারি ঠিক দুপুর ১২ টা থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে ফ্লিপকার্টে। প্লাস মেম্বাররা শুধুমাত্র ১৩ই জানুয়ারি কেনাকাটা করার সুযোগ পাবেন, বাকিরা পাবেন ১৪ই জানুয়ারি থেকে। এবারের ফ্লিপকার্টের সেলে একাধিক মোবাইল ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে।
আরও পড়ুন : মাত্র ৬০০০ টাকায় ১২GB RAM, ওয়াটারপ্রুফ 5G মোবাইল! জলের দরে কিনুন নতুন স্মার্টফোন
এই সেলে আপনি পেয়ে যাবেন ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্ট টিভি, হোম অ্যাপ্লায়েন্স এবং ফ্যাশনের উপর ৮০% ছাড়। যারা নতুন ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য এই অফারটা একেবারে যথাযথ। জানুয়ারি মাসে যে সমস্ত নতুন 5জি স্মার্টফোন, গেমিং ল্যাপটপ এবং স্মার্ট টিভি লঞ্চ হয়েছে সেগুলিও আপনি আপনার পুরনো ডিভাইসের বদলে কিনে নিতে পারেন, এতে খরচটা অনেকটাই কম হবে।
আরও পড়ুন : ১০ হাজারের মধ্যে 5G স্মার্টফোন! দুর্দান্ত ফিচার্স দিচ্ছে এই ৪ টি মোবাইল
বাড়তি অফার পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন ব্যাংক ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের সুযোগ সুবিধা। ফ্লিপকার্ট – এ যে সমস্ত ব্যাংকের তরফ থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেই ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি আগে থেকে জোগাড় করে রাখতে পারেন তাহলে বাড়তি অফারের সুযোগ সুবিধা পাবেন আপনি।