Best Camera Phones : মোবাইল ফোন আসার পর থেকে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে ক্যালকুলেটর, টর্চ, ঘড়ি এবং সর্বোপরি ক্যামেরা। এখন একটি ফোনের গুণমান বিচার করা হয় তার ক্যামেরা কোয়ালিটির ওপর নির্ভর করে। ২০২৪ সালে এমনই কিছু ফোন মার্কেটে এসেছে, যার ক্যামেরা কোয়ালিটি হার মানিয়ে দেবে ডিএসএলআর (DSLR) -কেও। দেখুন সেই তালিকা।
সেরা ৫টি ক্যামেরা স্মার্টফোন
Apple iPhone 15 Pro Max
এই তালিকায় নিঃসন্দেহে সবার আগেই বলতে হয় Apple iPhone 15 Pro Max- এর কথা। এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ এম পি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ এমপি টেলিফটো ক্যামেরা। আপনি পেয়ে যাবেন ১২ এমপি সেলফি ক্যামেরাও। আপনি এই ফোন দিয়ে ছবি তোলার পাশাপাশি ভালো ভিডিওগ্রাফিও করতে পারবেন। এই ফোনটি আপনি পেয়ে যাবেন Amazon – এ মাত্র ১ লাখ ৫৬ হাজার ৯০০ টাকায়।
Samsung galaxy S 23 ultra 5G
এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা,২ টি ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, একটি ১২ এমপি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য পাবেন ১২ এমপি ক্যামেরা। সর্বাধিক জুম করে এই ক্যামেরায় ছবি তুলতে পারবেন আপনি। অ্যামাজন এটি পেয়ে যাবেন ৯৭ হাজার ৫৩৯ টাকায়।
Google pixel 8 Pro
এই ফোনে রয়েছে ৫০এমপি+৪৮ এমপি+৪৮ এমপি ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফির দিক থেকে এই ফোনটি পিছনে ফেলে দেবে ডিএসএলআরকেও। স্মার্ট ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন ১,০৬,৯৯৯ টাকায়।
আরও পড়ুন : মাত্র ৬০০০ টাকায় ১২GB RAM, ওয়াটারপ্রুফ 5G মোবাইল! জলের দরে কিনুন নতুন স্মার্টফোন
Vivo X100 Pro
এই ফোনের ক্যামেরা ZEISS- এর সাথে অংশীদারিত্ব করে তৈরি করা হয়েছে। এই ক্যামেরায় আপনি পেয়ে যাবেন ৫০এমপি+৫০এমপি+৫০এমপি ক্যামেরা সেটআপ। সেলফির জন্য দেওয়া রয়েছে ৩২ এমপি ক্যামেরা। বোঝাই যাচ্ছে, ফোনটি ক্যামেরা কোয়ালিটি মারাত্মক। এই ফোনটির দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট- এ ফোনটির প্রি বুকিং চলছে।
আরও পড়ুন : ১০ হাজারের মধ্যে 5G স্মার্টফোন! দুর্দান্ত ফিচার্স দিচ্ছে এই ৪ টি মোবাইল
Oneplus 11 5G
এই ফোনটি কিনতে গেলে আপনাকে ওয়ানপ্লাসের ওয়েবসাইটে যেতে হবে। ফোনের পেছনে আপনি পেয়ে যাবেন ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৪৮ এমপি আল্ট্রা রাইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৩২ এমপি পোট্রেট ক্যামেরা। ফোনটির দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা।