Tatkal Ticket Cancel Rules : ভারতবর্ষের একটি বিপুল সংখ্যক মানুষের যাত্রা করার প্রধান মাধ্যম হলো ট্রেন। ভারতের প্রায় কয়েক কোটি মানুষ প্রতিনিয়ত নির্ভর করে রয়েছে রেলের উপর। দূরপাল্লার ট্রেনে কয়েক মাস আগেই টিকিট কেটে নিতে হয় না হলে কনফার্ম টিকিট পাওয়া যায় না। সেক্ষেত্রে ভরসা রাখতে হয় তৎকাল টিকিট বুকিংয়ের (Tatkal Ticket Booking) উপর। কিন্তু বেড়াতে যাওয়ার আগে যদি সেই কনফার্ম তৎকাল টিকিট আপনাকে ক্যানসেল করতে হয় কোনও কারনে, তাহলে ঠিক কত টাকা আপনি ফেরত পাবেন? জানবো এই প্রতিবেদনে।
তৎকাল টিকিট ক্যানসেল করলে কি টাকা ফেরত পাওয়া যায়?
রেলের নিয়ম অনুসারে কোন যাত্রী যদি কনফার্ম তৎকাল টিকিট বুক করে থাকেন এবং ভ্রমণ না করেন তাহলে তিনি কিন্তু টাকা ফেরত পাবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে টিকিট ক্যান্সেলের টাকা ফেরত মেলে। কতদিন আগে তৎকাল টিকিট বাতিল করলে আপনি ফেরত পাবেন টাকা? কত টাকাই বা কেটে নেওয়া হবে? রেলের নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাওয়ার জন্য ঠিক কি করতে হবে আপনাকে? জানুন।
কোন কোন পরিস্থিতিতে তৎকাল টিকিট ক্যানসেলের টাকা ফেরত পেতে পারেন আপনি?
ট্রেন লেট চললে কি টিকিট ক্যানসেলের টাকা ফেরত পাবেন?
১) ট্রেন ছাড়ার যে সময় রয়েছে তার থেকে যদি তিন ঘন্টা দেরি করে, তাহলে আপনি কনফার্ম তৎকাল টিকিট বাতিল করতে পারেন। সেক্ষেত্রে টাকা ফেরতের দাবি করতে পারেন আপনি। টাকা ফেরত নেওয়ার জন্য আপনাকে টিডিআর অর্থাৎ টিকিট জমার রশিদ সংগ্রহ করতে হবে।
ট্রেনের রুট পরিবর্তন হলে কি টিকিট ক্যানসেলের টাকা ফেরত পাবেন?
২) আপনি যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেন যদি অন্য রুটে যায় এবং আপনি যদি সেই রুটে না যেতে চান সে ক্ষেত্রেও আপনি টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারেন। বাতিল করলেই টাকা ফেরত পেয়ে যাবেন।
ট্রেনের সিট না পেলে কি টিকিট ক্যানসেলের টাকা ফেরত পাবেন?
৩) অনেক সময় আপনার টিকিট কনফার্ম হওয়ার পরেও ট্রেন আপনাকে সিট দিতে অক্ষম থাকে। সে ক্ষেত্রে আপনি টিকিট বাতিল করতে পারেন সঙ্গে সঙ্গে। টাকাও পাবেন সাথে সাথে।
আরও পড়ুন : এই জিনিসগুলো নিয়ে কখনও উঠবেন না ট্রেনে, ধরা পড়লেই মিলবে কঠিন শাস্তি
ভিন্ন ক্যাটাগরিতে যেতে ইচ্ছুক না হলে কি টাকা ফেরত পাবেন?
৪)এমনও অনেক সময় হয়, যে ক্যাটাগরির টিকিট আপনি কিনেছেন তার থেকে নিচের কোন ক্যাটাগরি আপনাকে দেওয়া হয়। আপনি যদি সেই ক্যাটাগরিতে ভ্রমণ করতে ইচ্ছুক না হন, তাহলে টিকিটের টাকা ফেরতের দাবি জানাতে পারেন।
আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ থেকে আরও কম সময়ে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ! দারুণ খবর পর্যটকদের জন্য
কত ঘন্টা আগে তৎকাল টিকিট ক্যানসেল করলে টাকা ফেরত মেলে?
৫) অনেক সময় এমনও হয় একই পরিবারের সকলেই তৎকাল টিকিট বুক করেছেন। শেষ সময়ে এসে কিছুজনের কনফার্ম টিকিট হয়েছে এবং বাকিদের হয়নি। এক্ষেত্রেও আপনি আপনার কনফার্ম টিকিট ক্যানসেল করে টাকা ফেরত নিতে পারেন। তবে এক্ষেত্রে ট্রেন ছাড়ার ৬ ঘন্টা আগে আপনাকে টিকিট বাতিল করতে হবে। শুধু চার্জ কেটে আপনাকে টিকিটের পুরো দাম ফেরত দেওয়া হবে।