Howrah To Sealdah Trains : পৌষ মাসের শেষাশেষি শীতে প্রায় কাবু গোটা দেশ। হু হু করে উত্তরে হাওয়া বইছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কুয়াশার দাপটে ট্রেন চলাচল বিঘ্নিত হয় প্রত্যেক বছর। এই বছরও তার অন্যথা হলো না। রেল-বিমানসহ একাধিক যানবাহন পরিষেবা বিগত কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছে বারবার। এবার ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে ট্রেন চলাচলের নতুন এক সময়সূচীর তালিকা (Howrah-Sealdah Train Time) প্রকাশ হলো।
ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত এই নতুন তালিকা অনুসারে হাওড়া থেকে শুরু করে শিয়ালদহ ডিভিশনের বহু ট্রেনের সময়সূচী বদলে গিয়েছে। ঘন কুয়াশার কারণে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে দিল্লি গামী ট্রেনগুলির উপরে। কারণ এই সময় উত্তর ভারতে শীতের দাপট সব থেকে বেশি।
কোন কোন ট্রেনের সময় বদলে গেল দেখে নিন এক নজরে
হাওড়া-বিকানির এক্সপ্রেস (২২৩০৭)
১. হাওড়া-বিকানির এক্সপ্রেস, ট্রেন নম্বর ২২৩০৭ এর সময় গিয়েছে বদলে। ১৬ই জানুয়ারি রাত ১.৩০ এর সময় হাওড়া থেকে রওনা দেবে এই ট্রেনটি।
মালদহ টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস (১৩৪১৩)
২. মালদহ টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩৪১৩ আজ রাত ১১.২০ মিনিটের সময় মালদহ টাউন থেকে ছাড়বে।
হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস (১২৩১১)
৩. হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৩১১, আজ রাত ৩ টের সময় হাওড়া থেকে ছাড়বে।
হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস (১২২৭৩)
৪. হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস ট্রেন নম্বর ১২২৭৩ আজ সকাল ৮.৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ার বদলে রাত ১.৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
শিয়ালদহ-আজমির এক্সপ্রেস (১২৯৮৭)
৫. শিয়ালদহ-আজমির এক্সপ্রেস ট্রেন নম্বর ১২৯৮৭, আজ রাত ১ টার সময় শিয়ালদা থেকে ছাড়বে।
হাওড়া-নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস (১২৩০৩)
৬. হাওড়া-নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩০৩ আজ রাত ১২.৩০ মিনিটের সময় ছাড়বে হাওড়া থেকে।
আরও পড়ুন : হাওড়া-শিয়ালদহ থেকে আরও কম সময়ে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ! দারুণ খবর পর্যটকদের জন্য
হাওড়া-গান্ধীধাম এক্সপ্রেস (১২৯৩৮)
৭. হাওড়া-গান্ধীধাম এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৯৩৮, আজ হাওড়া থেকে ভোর ৪টের সময় রওনা দিয়ে দিয়েছে।
আরও পড়ুন : মাত্র ১৫০ টাকায় হোটেলের মত রুম! যাত্রীদের জন্য দুর্দান্ত ব্যবস্থা IRCTC-র, বুকিং করুন এইভাবে
হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস (১৩০১৯)
৮. হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৩০১৯ আজ হাওড়া থেকে রাত ১.১৫ মিনিটে ছাড়বে।