ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? রইল আবহাওয়ার আপডেট

South Bengal : আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ (South Bengal) সহ সারা পশ্চিমবঙ্গের (West Bengal) আবহাওয়া (Weather) এক ঝটকায় উষ্ণ হয়ে গেছে। হালকা শীতের (Winter) আমেজ থাকলেও গত কয়েক দিনের থেকে পারদের মাত্রা কিছুটা হলেও বেড়েছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো। কি বলছে আবহাওয়া দপ্তর? কেন হঠাৎ হল এই ভোলবদল?

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। নিম্নচাপটি আপাতত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। খুব শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগত এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিগজাউম। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে? চলুন জেনে নেওয়া যাক।

WEATHER

আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি বৃহস্পতিবার অর্থাৎ ৩০ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিশালী হবে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ২ ডিসেম্বর অর্থাৎ শনিবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকায় ল্যান্ডফল করবে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে?

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়ার কোন হেরফের হবে না। ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়বে না বাংলায়, তবে তাপমাত্রার কিছুটা বৃদ্ধি হবে দক্ষিণবঙ্গে।

WINTER WEATHER UPDATE

আরও পড়ুন : ১৪ বছর বয়সে এই ভারতীয় আবিষ্কার করেছিলেন ইমেল! কেড়ে নেওয়া হয় কৃতিত্ব

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এতদিন হালকা শীত থাকলেও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।পাকাপাকিভাবে শীত আসতে এখনো কিছুটা দেরি। মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পরেই উত্তুরে হাওয়া প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তার আগে আপাতত শীতের জন্য অপেক্ষা করতেই হবে আমাদের।

আরও পড়ুন : ইন্টারনেটে এক মিনিটে কী কী ঘটে?

WINTER WEATHER UPDATE

আরও পড়ুন : শীতে পায়ের দুর্গন্ধ দূর করবেন কীভাবে? রইল ৬ সেরা স্মার্ট উপায়

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বুধবারের মতো বৃহস্পতিবারও আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাঘুরি করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির কাছাকাছি। নিম্নচাপের ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে যে শীত, যা ফের প্রবেশ করবে নিম্নচাপ কেটে যাওয়ার পর।

আরও পড়ুন : জাতীয় সড়কের মাইল ফলকের আলাদা আলাদা রং হয় কেন? এই রং এর মানে কী?