Ram Mandir Opening : আর মাত্র ৩ দিন। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের একাধিক নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এই দিন গোটা অযোধ্যার মানুষের কাছে একটি উৎসব মুখর দিন হতে চলেছে। কিন্তু রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সুবাদে কি শুধুই অযোধ্যায় ছুটি থাকবে সমস্ত প্রতিষ্ঠান নাকি দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা (Holiday On 22th January) করবে কেন্দ্র?
২২ জানুয়ারি সরকারি ছুটির জন্য আবেদন সাধারণ মানুষের
ইতিমধ্যেই সারা দেশ থেকে ২২শে জানুয়ারি দিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করার জন্য আবেদন জানিয়েছেন বহু মানুষ। সব থেকে বেশি আবেদন করেছেন উত্তরপ্রদেশের মানুষেরা। এক্স হ্যান্ডেলে যোগী সরকারকে ট্যাগ করে রাম ভক্তরা ছুটির দাবী জানিয়েছেন। তালিকায় রয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এবং সনাতনী সংস্কৃতির মানুষজনও। দেশের প্রত্যেকটি মানুষ যাতে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানটি দেখতে পারেন তার জন্য এই আবেদন করা হয়েছে।
শুধু যোগী রাজ্য উত্তর প্রদেশ নয়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকেও বহু মানুষ মোদি সরকারের কাছে আর্জি জানিয়েছেন ২২ জানুয়ারি দিনটিকে ছুটি ঘোষণা করার জন্য। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অতুল ভাতখলকর গত ১ জানুয়ারি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি লিখে ছুটির জন্য আবেদন করেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে ছুটি ঘোষণা করা হলো ২২ জানুয়ারির শুভ দিন উপলক্ষে।
কোন কোন রাজ্যে ছুটি থাকবে ২২ শে জানুয়ারি?
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২ জানুয়ারি স্কুল-কলেজ এবং মদের দোকান বন্ধ রাখার জন্য নির্দেশ জারি করেছেন। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আগামী ২২ জানুয়ারি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছেন। এদিন বন্ধ থাকবে মদ এবং গাঁজার দোকানও। সারা মধ্যপ্রদেশে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানটি উৎসবের মতো পালন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : রামমন্দিরের জয়জয়কার করছেন এই পাকিস্তানি ক্রিকেটার, পাঠালেন শুভেচ্ছা বার্তা
গোয়া, হরিয়ানা এবং ছত্রিশগড়েও আগামী ২২ জানুয়ারি বন্ধ থাকবে সমস্ত স্কুল এবং কলেজ। শুধু তাই নয় এদিন এই রাজ্যগুলির কোন জায়গায় মদ সেবন করতে পারবেন না কেউ। তবে এই পাঁচটি রাজ্য ছাড়া আর কোনও রাজ্য এই মুহূর্তে ছুটি ঘোষণার নির্দেশ দেননি। তবে এদিন স্কুল কলেজ বন্ধ থাকলেও কেউ যাতে অযোধ্যায় না আসে তার জন্য বারবার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। সবাইকে নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করার জন্য আবেদন করেছেন নরেন্দ্র মোদি।
২২ শে জানুয়ারি পশ্চিমবঙ্গে ছুটি থাকবে কি?
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি উপলক্ষে এখনো কোনও ছুটি ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। উত্তর প্রদেশ বা অন্যান্য রাজ্যের ছুটি ঘোষণা করা হলেও যেহেতু বিরোধী দলের সঙ্গে তৃণমূল সরকারের সম্পর্ক ভালো নয় তাই অনেকেই মনে করছেন এই দিন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও ছুটি ঘোষণা করা হবে না।