South Bengal Weather : আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টকে সত্যি করে বুধবার রাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে দুর্যোগ আরও বাড়বে। কারণ সাগরের উপর সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)? জেনে নিন।
আজকের উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ শীতের দাপট অব্যাহত। দার্জিলিং এবং কালিম্পং জেলাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলা বৃষ্টিতে ভাসবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট তো থাকছেই। এদিকে শুক্রবার পর্যন্ত সিকিম এবং দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা থাকবে।
আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আজ সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার আস্তরণ থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন : দক্ষিণবঙ্গের ১০ জেলায় বৃষ্টি আজ! বাড়বে ঠান্ডাও, কেমন থাকবে আজকের আবহাওয়া?
এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলোতে কনকনে ঠান্ডা অব্যাহত। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে চলছে শৈত্য প্রবাহ। আগামী ২৪ ঘন্টায় দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন : ২৫০ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন! তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, জারি সর্তকতা
বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের চোখ রাঙানি
একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্ত, এই দুইয়ের প্রভাবেই মূলত পশ্চিমবঙ্গের আকাশ রয়েছে মেঘলা এবং সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে। উত্তর প্রদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত ক্রমশ ঝাড়খন্ড এবং বিহারের দিকে এগোচ্ছে। আরেকটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর রয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূল এবং পার্বত্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।