রাহুল-রোহিত বাদ, বিরাটও কি থাকবেন না? চূড়ান্ত হল T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশ

T20 World Cup : বিশ্বকাপে (World Cup) অসফলতার পর বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) কথা মাথায় রেখে বিসিসিআই (Board of Control for Cricket in India) বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছেন। চলুন জানা যাক কে কে রয়েছেন এই টিমে।

চলতি বছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে খুব সহজেই হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। মুহূর্তে খানখান হয়ে যায় কোটি কোটি ভারতবাসীর মন। টিম ইন্ডিয়া আর এই অসফলতার কথা মাথায় রেখে ২০২৪ সালে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য নতুন দল তৈরি করছেন BCCI। পুরনোদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হবে এই দলে।

KL RAHUL AND ROHIT SHARMA

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই ঘোষিত যে ১৫ সদস্যের দল তৈরি করা হচ্ছে সেখানে হয়তো সুযোগ পাবেন না রোহিত শর্মা (Rohit Sharma) এবং কে এল রাহুল (KL Rahul)। চলতি বছরের বিশ্বকাপে এই দুই ক্রিকেটার খুব ভালো পারফরম্যান্স দিলেও অন্য একটি কারণে এনাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে না রাখার সিদ্ধান্ত গ্রহণ করছেন কর্মকর্তারা।

রোহিত শর্মা যেহেতু প্রায় এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে রয়েছেন তাই তাকে টুর্নামেন্টে সুযোগ দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন কর্মকর্তারা। ওই একই কারণে উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান কে এল রাহুলকেও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে রাখতে পারেন বিসিসিআই।

HARDIK PANDYA

মনে করা হচ্ছে, বিশ্বকাপের (T20 World Cup) জন্য যে দল ঘোষণা করা হবে তার দায় ভার তুলে দেওয়া হবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে। ১৫ সদস্যের এই দলে থাকবেন কিছু সিনিয়র ক্রিকেটার। থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট কোহলিকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে বেছে নিতে পারেন কর্মকর্তারা।

আরও পড়ুন : ক্রিকেটে লবডঙ্কা, পড়াশোনাতেও অক্কা? পাকিস্তানি ক্রিকেটাররা কে কতদূর পড়াশোনা করেছেন?

তবে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন বিসিসিআই। মনে করা হচ্ছে, এই দুই ব্যাটসম্যানকে আসন্ন টুর্নামেন্টে রাখার সিদ্ধান্ত থেকে পিছিয়েও আসতে পারেন বিসিসিআই ম্যানেজমেন্ট।

আরও পড়ুন : পাকিস্তানের এই স্কুলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়, চলে হিন্দু মন্ত্রের বন্দনা