Nita Ambani`s Wrist Watch : নীতা আম্বানি (Nita Ambani) -কে চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারণ তিনি ভারতের এক নম্বর ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্ত্রী। সেই জন্য তার জীবন যাপনের সম্পর্কে মানুষ জানতে উদগ্রীব থাকেন। এমনকি তার ব্যবহৃত জিনিসপত্রের দাম জানতেও আগ্রহী অনেকে। তাই আজ আপনাদের জানাবো নীতা আম্বানির ব্যবহার করা ঘড়ির দাম প্রসঙ্গে। যা জানলে চমকে উঠবেন রীতিমত। Nita Ambani`s Expensive Wrist Watch Price
মুকেশ আম্বানির মত নীতা আম্বানি নিজেও একজন সফল ব্যবসায়ী। তার সঙ্গে তিন সন্তানের মা। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। কিন্তু তিনি বেশি লাইমলাইটে থাকেন বিলাসবহুল জিনিসপত্রের ব্যবহারের কারণে। লাখ লাখ টাকা দামের পোশাক থেকে শুরু করে তিন লাখ টাকা দামের চায়ের কাপ, ৪৪ লক্ষ টাকার লিপস্টিক ব্যবহার করে থাকেন তিনি।
আর এবার প্রকাশ্যে এলো তার ব্যবহৃত একটি ঘড়ি। নীতা আম্বানি এবং মুকেশ আম্বানিকে সম্প্রতি ইশা আম্বানির যমজ সন্তান কৃষ্ণা এবং আদিয়ার প্রথম জন্মদিনে গিয়েছিলেন। তখনকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নীতা আম্বানিকে খুব সুন্দর বেগুনী রঙয়ের পোশাকে দেখা গেছে। শোনা যায় পোশাকটি ডলস গাব্বানার। দাম প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়াও তিনি সেদিন হাতে একটি ঘড়িও পড়েছিলেন।জ্যাকব অ্যান্ড কো অ্যাস্ট্রোনমিয়া ফ্লেউরস ডি জার্ডিন ব্র্যান্ডের ঘড়ি ছিলো সেটি। ঘড়িটির ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। এছাড়াও ঘড়ির ঠিক মাঝখানে একটি জ্যাকব-কাট মণি রয়েছে। যেটি ঘড়িটিকে আরও ব্যয় বহুল করে তুলেছে।
ঘড়ির মধ্যে যেই মিনিট সেকেন্ডের কাটা গুলো আছে সেগুলো সব গোলাপী সোনার PVD টাইটানিয়াম এবং মাদার-অফ-পার্ল দিয়ে তৈরি। আর তার বেল্ট গুলো সোনার প্রলেপ দিয়ে তৈরি। আপনার এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে তাহলে এই সুন্দর ঘড়িটির দাম কত হবে? ঘড়িটির দাম ৩ কোটি টাকা। যা আমার আপনার ধরা ছোঁয়ার বাইরে।
আরও পড়ুন : শরীরের কোথায় তিল থাকলে বড়লোক হয়? কোথায় কোথায় তিল থাকা ভাল?
আরও পড়ুন : টাকা-পয়সায় উথলে পড়বে সংসার! পুজোর ঘরে অবশ্যই রাখুন এই সমস্ত জিনিস
প্রসঙ্গত, এই একটা ঘড়িই নয়। নীতা আম্বানির সংগ্রহে রয়েছে আরও সব নামী দামী ঘড়ি। তিনি বুলগারি, র্যাডো, গুচ্চি, কেলভিন ক্লেন, ফসিলের মতো বিশ্বের সেরা সংস্থাগুলোর ঘড়ি ব্যবহার করে থাকেন। যার এক একটির দাম কোটির উপরে। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। ভারতের এক নম্বর ধনী ব্যবসায়ীর স্ত্রী যে এইরকম দামেরই ঘড়ি ব্যবহার করবেন সেটাই স্বাভাবিক।
আরও পড়ুন : বাড়ির দরজায় কাঁচের গ্লাসে রাখুন লেবু ও জল, এবার দেখুন কী কী হয়