South Bengal Weather : বিগত কয়েকদিন ধরেই প্রবল ঠান্ডায় কাবু হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal)। সেই সঙ্গে আকাশের মুখ ভার। একে মেঘলা ভাব তার উপর ঠান্ডা (Winter Forecast), তার উপর আবার বইছে উত্তরে হাওয়া। সেই সঙ্গে আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনাও আছে। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? দেখে নিন এক নজরে।
আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজ মেঘ কাটার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঠান্ডা ভাবও বজায় থাকবে। কলকাতাতে দু-এক পশলা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে কুয়াশাও থাকবে। আগামী ৪ দিন আবহাওয়ার পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা নেই।
আজকের উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলোর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। সোমবার থেকে দার্জিলিংয়ের আকাশ পরিষ্কার থাকবে। তবে ২৫ এবং ২৬ শে জানুয়ারি এই জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
ধেয়ে আসছে সাইক্লোন
এদিকে আবার একসঙ্গে দু-দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এবং শ্রীলংকা উপকূলের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্যটি রয়েছে কর্নাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ঘূর্ণবাতের দাপট আগামী কয়েক দিনের আবহাওয়াতে টের পাওয়া যাবে। রাজস্থানের বিকানের, উত্তরপ্রদেশের কানপুর ও বাংলার দার্জিলিংয়ে সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে ২৩ জেলায় বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আছে। আপাতত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মূর্শিদাবাদ, নদিয়াতে ও উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উভয় দিনাজপুরে বৃষ্টি অব্যাহত থাকবে।
আরও পড়ুন : ২৪ ঘন্টার মধ্যে বদল আবহাওয়ায়! ৯ জেলায় বৃষ্টি, সঙ্গে কনকনে শীতে কাঁপবে দক্ষিণবঙ্গ
এদিকে আইএমডির তরফ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাগুলোর তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে। পূর্ব ভারতেও তাপমাত্রা কিছুটা কমবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। শীত বাড়ার পাশাপাশি বৃষ্টিও হবে। সেই সঙ্গে শৈত্য প্রবাহের দাপট টের পাওয়া যাবে।