Mukesh Ambani Antilia : ৫০০ বছর পর ঘরের ছেলে ফিরছে ঘরে। ২২ শে জানুয়ারি শুধু অযোধ্যা নয়, সম্পূর্ণ ভারতবাসীদের কাছে একটি স্মরণীয় দিন। এই দিন শুধু অযোধ্যা নয়, সারা ভারত বর্ষ সেজে উঠেছে আলোর রোশনাইতে। বাদ যায়নি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অ্যান্টিলিয়াও (Antilia)। রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানের (Ram Mandir Inaugration) দিন মুম্বাইয়ের এই ২৭ তলা আবাসন কীভাবে সেজে উঠলো সেটাই জানাবো আপনাদের।
অযোধ্যায় যাচ্ছেন মুকেশ আম্বানি
আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা ভারতবর্ষের নামিদামি ব্যক্তিত্বদের এই দিন নিমন্ত্রণ করা হয়েছে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুকেশ আম্বানিও। এদিন তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলেই জানা গেছে।
মুকেশ আম্বানির বাড়ি জুড়ে রয়েছে শুধুই রাম নাম
তবে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি নিজের বাড়িকে সাজিয়েছেন একেবারে অনন্য ভাবে। এক নজর যদি আপনি এই বাড়িটিকে দেখেন তাহলে যেন মনে হবে গোটা বাড়ি জুড়ে দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। গোটা বাড়ি জুড়ে শুধুমাত্রই ছড়িয়ে রয়েছে রাম নাম।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অ্যান্টিলিয়ার ছবি এবং ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মুকেশ আম্বানির বাড়ির বেশ কিছু ভিডিও এবং ছবি। ভাইরাল হওয়া ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, মুকেশ আম্বানি একজন সত্যিই বিরাট বড় রামভক্ত। সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে গেরুয়া রঙের আলো দিয়ে। আলোর ওপর রয়েছে জ্বলন্ত প্রদীপের ছবি। শুধু তাই নয়, চারিদিকে লেখা রয়েছে ‘জয় শ্রীরাম’ কথাটি।
আরও পড়ুন : রামলালার মূর্তি গড়েছেন, ঝুলিতে রয়েছে অনেক কৃতিত্ব! জানেন কে এই কারিগর?
অ্যান্টিলিয়াকে তুলনা করা হচ্ছে বুর্জ খলিফার সঙ্গে
এখানেই শেষ নয়, বাড়ির আশেপাশে যে সমস্ত গাছ রয়েছে সেই সব গাছে রাম নামের পতাকা লাগানো হয়েছে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মুকেশ আম্বানির এই বাড়িটির সাজ দেখে অনেকেই বুর্জ খলিফার সঙ্গে অ্যান্টিলিয়ার তুলনা করছেন। এও মনে করা হচ্ছে, রাম মন্দির উদ্বোধনের ট্রেন্ডিংয়ের পাশাপাশি মুকেশ আম্বানির বাড়িও আজ ট্রেন্ডিং- এ চলে আসবে।
আরও পড়ুন : রাম মন্দির বানাতে কত টাকা খরচ হয়েছে? সেলিব্রেটিরা কে কত টাকা দিলেন?
সমস্ত কর্মীদের এদিন ছুটি দিয়েছেন মুকেশ আম্বানি
শুধু বাড়িটিকে যে রাম নামে সাজিয়ে তুলেছেন মুকেশ আম্বানি তা কিন্তু নয়, রাম মন্দির উপলক্ষে তিনি তার সমস্ত কর্মীদের ছুটি দিয়েছেন। কর্মীরা যাতে রাম মন্দিরের উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন, তার জন্য সমস্ত কর্মীদের ছুটি দিয়েছেন তিনি। টেলিকম থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জরুরী বিভাগ ছাড়া বাকি সমস্ত বিভাগের কর্মীরা এদিন ছুটিতে থাকবেন।
Home of one of the richest man of the world- Mukesh Ambani’s Antilia#JaiShriRam pic.twitter.com/n6TaKrBIqx
— Megh Updates ?™ (@MeghUpdates) January 21, 2024