LPG Price Today : বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার (Central Government) নানান প্রকল্প নিয়ে আসে শুধু মাত্র সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana)। এবার এই রান্নার গ্যাস (LPG Cylinder Price) নিয়েই বড়সড় পরিকল্পনা করতে চলেছে মোদি সরকার। বাড়তে পারে এলপিজি ভর্তুকির (LPG Subsidy) টাকার অংক।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প কী?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকেন সরকার। ২০১৬ সালের ১ মে এই যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতবর্ষের ৯.৬ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম কমেছিল ২০০ টাকা
২০২৩ সালে আগস্ট মাসে মোদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অন্তর্গত মানুষদের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু তাই নয়, যোজনা অন্তর্গত ব্যক্তিদের ৪০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। ফের এই প্রকল্পটি নিয়ে মোদি সরকার একটি বিরাট পরিকল্পনা আনতে চলেছেন।
ফের কত বাড়বে LPG ভর্তুকি?
এবার শোনা যাচ্ছে, উজ্জ্বলা যোজনা প্রকল্পের অন্তর্গত গ্রাহকদের ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছেন মোদি সরকার। লোকসভার আগে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলে তা গ্রামীণ এবং প্রান্তিক এলাকার মানুষদের জন্য একটি বড় সুযোগ হিসেবে প্রমানিত হবে।
এই মুহূর্তে দিল্লিতে ভর্তুকিবিহীন গ্যাসের দাম কত?
দিল্লিতে উজ্জ্বলা যোজনার অন্তর্গত ১৪.৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬০৩ টাকা। অন্যদিকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বর্তমানে ১,২০০ টাকা। এই ব্যাপারটি নিয়ে মানুষের মধ্যে ক্রমশই বেড়েছে সমস্যা।
আরও পড়ুন : ১০০০ নয়, ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন বাংলার মানুষ! মিলবে এই দিন থেকে
সরকার গঠনের আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করার গ্যারান্টি দেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর হয়নি সরকার গঠনের পরেও। এই ব্যাপারটি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
আরও পড়ুন : বছরের শুরুতেই কমলো গ্যাসের দাম! LPG সিলিন্ডারের নতুন দর কোথায় কত হল দেখে নিন
কমতে পারে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দামও
উজ্জ্বলা যোজনার পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও কম করার কথা চিন্তাভাবনা করছেন মোদি সরকার। গ্যাসের দাম কমলে এবং প্রকল্পের আওতায় ভর্তুকি দেওয়া হলে তা যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকাই পালন করবে তা বলাই বাহুল্য।