South Bengal Weather : কনকনে ঠান্ডার (Winter Forecast) হাত থেকে যেন কিছুতেই মুক্তি মিলছে না। একদিকে চরম ঠান্ডা উত্তরে হাওয়া, অন্যদিকে ঘন কুয়াশার দাপট। গত এক সপ্তাহ ধরে এমনই আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তবে এই ঠান্ডার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন।
আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজও ঘন কুয়াশা থাকবে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পের জেরে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা জেলাতে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা বৃষ্টির সতর্কবার্তা আছে।
গতকাল কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি কম। এটাই ছিল এই মরসুমের সবথেকে শীতলতম দিন। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলোর সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।
আজকের উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দার্জিলিং এবং কালিংপংয়ের পার্বত্য এলাকাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সিকিমে তুষারপাতের সম্ভাবনাও আছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তুষারপাত হতে পারে। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও।
আরও পড়ুন : ২৩, ২৪, ২৫ সাবধান! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে তাণ্ডব, জারি IMD অ্যালার্ট
ঘন কুয়াশার সতর্কবার্তা জেলায় জেলায়
আগামী ৪ থেকে ৫ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং এবং কালিংপংয়ে বৃষ্টি হবে। মালদা ও উত্তর দিনাজপুরে কুয়াশা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, বিহারেও ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে কুয়াশার দাপট ভালোই টের পাওয়া যাবে।
আরও পড়ুন : শীতে ঠকঠক করে কাঁপছে বাংলা! কবে বিদায় নেবে শীত? এল আবহাওয়ার আপডেট
কবে কমবে শীত?
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। তারপরে আবার ধীরে ধীরে তাপমাত্রা কমবে। জানুয়ারির শেষের দিকে ফের একবার শীতের হালকা স্পেল তৈরি হতে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে।