Netaji Subhash Temple : গতকাল সারা ভারতবর্ষ জুড়ে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫ তম জন্মদিন। এই বিশেষ দিনে সারা ভারত বর্ষ জুড়ে ভারতের বীর সন্তান নেতাজিকে স্মরণ করেন সকলে। কিন্তু দুঃখের বিষয় হল ২৩ শে জানুয়ারি ছাড়া আর অন্য কোনও দিন এমন ভাবে স্মরণ করা হয় না নেতাজিকে। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন আমাদের ভারতবর্ষ এমন একটি স্থান রয়েছে যেখানে প্রতিদিন করা হয় নেতাজির আরাধনা।
জলপাইগুড়ির নেতাজি মন্দির
জলপাইগুড়ির মাশকলাইবাড়ি এলাকায় অবস্থিত একটি হনুমান মন্দিরে দেবদেবীর সঙ্গে পূজিত হন তিনি। এই মন্দিরটিকে বলা হয় নেতাজি মন্দির। এই মন্দিরে রাম সীতা, হনুমান, কৃষ্ণ এবং হর পার্বতীর পাশে একটি বেদিতে স্থাপন করা হয়েছে নেতাজীর মূর্তি। গত ৬৮ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই রীতি।
জলপাইগুড়ির নেতাজি মন্দিরের ইতিহাস
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ১৯২৭ সাল নাগাদ জলপাইগুড়ির মাশকলাই বাড়ি শ্মশান সংলগ্ন এলাকায় এসেছিলেন এক সাধু। তাকে স্থানীয় এলাকার বাসিন্দারা বলতেন বুড়া বাবা। এই মন্দিরটি তিনিই নির্মাণ করেন। তিনি থাকতেন মন্দিরের পাশেই একটি ছাপড়া ঘরে। দিনের বেশিরভাগ সময় মন্দিরে ধ্যান করতেন তিনি।
১৯৫৩ সালে এই সাধুর হাত ধরেই স্থাপিত হয় হনুমান মন্দিরটি। তিনিই এই মন্দিরে অন্যান্য দেবদেবীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করেন এবং পুজো করেন। তারপর থেকেই এই নিয়ম মেনে চলছেন সেখানকার মানুষজন।
আরও পড়ুন : রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন কত? কী শিক্ষাগত যোগ্যতা লাগে পুরোহিত হতে?
৩৬৫ দিন নেতাজিকে পুজো করেন ভক্তরা
এই মন্দিরে ৩৬৫ দিন অন্যান্য দেবদেবীর সাথে পুজো করা হয় নেতাজিকে। তবে প্রতিবছর ২৩শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মদিন উপলক্ষে এই মন্দিরে বহু মানুষের সমাগম হয়। মন্দির চত্বরটিকে সাজিয়ে তোলা হয় ফুলের সাজে। নিয়ম মেনে আরাধনা করা হয় নেতাজির।
আরও পড়ুন : ৭৪ না ৭৫? ২০২৪ সালে কত তম প্রজাতন্ত্র দিবস পালন করবে ভারত?
পশ্চিমবঙ্গ ছাড়াও এই রাজ্যে রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর মন্দির
কাশিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহান বীর এবং দেবতা হিসেবে পূজা করা হয়। বারাণসীর লামহি এলাকাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছয় ফুটের কালো রঙের একটি মূর্তির আরাধনা করা হয় শক্তির প্রতীক হিসেবে। এই মূর্তির মাথার উপরে রয়েছে সোনালী রঙের একটি ছাতা। যা সমৃদ্ধির প্রতীক। ২০২০ সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই সুভাষ মন্দিরে একজন মহিলা পুরোহিত পূজা করেন।